জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: "ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার"
সত্যিই ছেলে মস্ত অফিসার| একটা কোম্পানির ডিরেকটর| কিন্তু ছেলের সেই মস্ত ফ্ল্যাট, মস্ত অ্যাপার্টমেন্টে জায়গা হয়নি অশিতীপর বৃদ্ধ বাবা-মায়ের| তাঁদের ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে| আর সেই বৃদ্ধাশ্রমেই মিলল বৃদ্ধ বাবা-মায়ের ঝুলন্ত দেহ|
বৃদ্ধাশ্রমে উদ্ধার এক বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। এক মাস আগেই বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলেন ছেলে। আর এক মাস পরই বৃদ্ধাশ্রমে মিলল বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ। বৃদ্ধাশ্রমের পরিচারক ওই বৃদ্ধ দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক বৃদ্ধ দম্পতিকে মৃত বলে ঘোষণা করেন। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু শহরের তালাঘাট্টাপুরা এলাকার কমলাম্মা রামকৃষ্ণপ্পা বৃদ্ধাশ্রমে।
৮১ বছর বয়সী আর কৃষ্ণমূর্তি ও ৭৪ বছর বয়সী তাঁর স্ত্রী কে রাধা মূলত তামিলনাড়ুর মাদুরাইয়ের বাসিন্দা। দম্পতির ছেলে কে বিজয় একটি তথ্যপ্রযুক্তি সংস্থার ডিরেকটর। তিনি তাঁর স্ত্রীকে নিয়ে দোদ্দাকাল্লাসান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে থাকেন। ১৮ মে কে বিজয় বৃদ্ধ বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে যান। এরপর মঙ্গলবার সকাল একজন পরিচারক তাদের চা দিতে গেলে ওই বৃদ্ধ দম্পতিকে ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।
বারবার ধাক্কা দেওয়ার পরেও কোনও উত্তর না পাওয়ায় ওই বৃদ্ধাশ্রম ঘরের ভেন্টিলেটরের ভিতর দিয়ে উঁকি মারেন। তাতেই ওই বৃদ্ধ দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখে তিনি অ্যালার্ম বাজান। খবর পেয়ে তালাঘাট্টাপুরার পুলিস বৃদ্ধাশ্রমে এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বা তাঁদের মোবাইল ফোনেও কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিস।
ওদিকে ছেলে কে বিজয় পুলিসকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, বাবা-মায়ের সঙ্গে তাঁর মতবিরোধ ছিল। তাঁর স্ত্রীর তৈরি খাবার নিয়েও বাবা-মায়ের অভিযোগ ছিল। ছেলে জানিয়েছেন, ওই দম্পতি আগে ২০২১ সালে ব্যাতারায়ণপুরার একটি বৃদ্ধাশ্রমে ছিলেন। কিন্তু ২০২৩ সালে বাড়ি ফিরে আসেন। কিন্তু সমস্যা, অশান্তি চলতেই থাকে। শেষে তাঁদের তালাঘাট্টাপুরার বৃদ্ধাশ্রমে এনে রাখা হয়।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)