Home> দেশ
Advertisement

Karnataka: ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ৫০ লক্ষ! সবকিছু হারিয়ে আত্মহত্যা করলেন বৃদ্ধ দম্পতি...

Elderly Karnataka couple dies by suicide: একজন ৮৩ বছর বয়সী এবং স্ত্রী ৭৯ বছর বয়সী। পাশাপাশি প্রতারকরা আরও জানায়, দম্পতির আইডি এবং মোবাইল নম্বর ইতিমধ্যেই কম্প্রোমাইজ হয়ে গিয়েছে।

Karnataka: ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও ৫০ লক্ষ! সবকিছু হারিয়ে আত্মহত্যা করলেন বৃদ্ধ দম্পতি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কর্ণাটকে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। জানলেই মন ভেঙে যাবে আপনারও। পুলিস সূত্রে জানা গিয়েছে, এক বৃদ্ধ দম্পতি কর্ণাটকের বেলাগাভির বাসিন্দা। তাঁদের ব্যাংকের অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা ছিল। সেটা রাতারাতি উধাও। আর সেই টাকা হারিয়েই আত্মঘাতী হন দু'জনে।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জানা গিয়েছে, মৃত দম্পতির নাম দিয়াঙ্গো নাজারাত ও প্লেভিয়ানা রাজানাত। একজন ৮৩ বছর বয়সী এবং স্ত্রী ৭৯ বছর বয়সী। বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন তাঁরা। বৃদ্ধ দম্পতি একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন। যেখানে লিখে গিয়েছেন তাঁরা কীভাবে প্রতারকরা কীভাবে দম্পতিকে ভয় দেখিয়েছে। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা ভিডিয়ো কলের মাধ্যমে যোগাযোগ করেছিল। ফোন করে দম্পতিকে জানায় তাঁরা একটি ক্রিমিনাল ক্যাসে জড়িত। পাশাপাশি প্রতারকরা আরও জানায়, দম্পতির আইডি এবং মোবাইল নম্বর ইতিমধ্যেই কম্প্রোমাইজ হয়ে গিয়েছে। তাই তাঁদের ৫ লক্ষ টাকা দিতে হবে। 

বৃদ্ধ দম্পতি দুজনেই কাজ থেকে অবসর নিয়ে বাড়িতেই থাকতেন। যদিও ৫ লক্ষ টাকা নিয়েই প্রতারকরা থেমে থাকেননি। ভয় দেখিয়ে ধমকিয়ে ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে ওই প্রতারকরা। যেহেতু ওই বৃদ্ধ দম্পতির কোন ছেলে-মেয়ে কিংবা পরিবার ছিলনা তাই কাউকেই জানাতে পারেননি তাঁরা। পরে পুলিস যখন সুইসাইড নোট পরে তারপর বৃদ্ধার ব্যাংক স্টেটমেন্ট মিলিয়ে দেখা হয় সেখানেই উঠে আসে সকল তত্ত্ব।       

আরও পড়ুন:  পতঞ্জলি আয়ুর্বেদ প্রতিটি পণ্যকে নিরাপদ এবং কার্যকরী করার জন্য কীভাবে গবেষণা করে?

আরও পড়ুন: পতঞ্জলির প্রাচীন আয়ুর্বেদ কীভাবে নতুন বিজ্ঞানের সঙ্গে যুক্ত করছে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More