Home> দেশ
Advertisement

SIR in Bihar: ভোটার তালিকায় বিস্তর অসংগতি! রাজনৈতিক দলগুলির শরণাপন্ন কমিশন...

SIR in Bihar: বিহারে প্রায় ২৯.৬২ লক্ষ ভোটারের ফর্ম এখনও জমা পড়েনি।  ৪৩.৯৩ লক্ষ ভোটারকে আবার তাঁদের ঠিকানায় পাওয়া যায়নি! দুটি তালিকাই বিহারের ১২ রাজনৈতি দলকে পাঠিয়ে দিয়েছে কমিশন। 

SIR in Bihar: ভোটার তালিকায় বিস্তর অসংগতি! রাজনৈতিক দলগুলির শরণাপন্ন কমিশন...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিধানসভা ভোটের মুখে বিহারে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা SIR। ৭৩ লক্ষ ভোটারের তথ্য নিয়ে উদ্বেগে কমিশন।  রীতিমমতো তালিকা পাঠিয়ে এবার তত্‍পর হওয়া নির্দেশ দেওয়া হল রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুন:  Operation sindoor: বাদল অধিবেশনে আলোচনায় 'অপারেশন সিঁদুর'! বিতর্ক চলবে ১৬ ঘণ্টা....

রোল মডেল, বাংলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বিহারে ভোটার তালিকার সংশোধন বা স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের কাজ চলছে জোরকদমে। আর তাতেই বড়সড় অসঙ্গতি ধরা পড়েছে। বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছে, প্রায় ২৯.৬২ লক্ষ ভোটারের ফর্ম এখনও জমা পড়েনি। ৪৩.৯৩ লক্ষ ভোটারকে আবার তাঁদের ঠিকানায় পাওয়া যায়নি।

দুটি তালিকাই বিহারের ১২ রাজনৈতি দলকে পাঠিয়ে দিয়েছে কমিশন। জেলা সভাপতি ও দেড় লক্ষ BLA-দের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকেই ভোটারদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কমিশন জানিয়েছে, ১ অগাস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা থেকে যেন কোনও যোগ্য ভোটার বাদ না পড়েন। পুরো প্রক্রিয়াটি চলছে মিশন মোডে।

এদিকে বিহারে ধাঁচেই বাংলাতেও স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা SIR চালু করতে প্রস্তুত মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সূত্রের খবর, নির্বাচব কমিশনের সবুজ সংকেত পেলেই  চলতি মাসের শেষে বা আগামী মাসেই এ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে।

আরও পড়ুন:  Keral EX Chief Minister V. S. Achuthanandan sudden demise: প্রান্তিক মানুষের প্রিয় নেতা, কেরালার কমিউনিস্ট ভি এস আর নেই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More