Home> দেশ
Advertisement

ESSEL Group: 'অসৎ ঋণগ্রহীতা'! কোটাকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গেল এসেল গ্রুপ...

ESSEL Group:  'কর্পোরেট ঋণগ্রহীতা হিসেবে ২০১৯ সালে ৬  এপ্রিল যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির শর্ত পালনে ব্যর্থ হয়েছে Kotak Asset Management Company (AMC)। ২০২৫ সালে ডিমান্ড নোটিশের মাধ্যমে ঋণগ্রহীতাকে আপাতত বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ করেছিল আবেদনকারী। কিন্তু এখনও পর্যন্ত কোনও টাকা দেওয়া হয়নি'।

ESSEL Group: 'অসৎ ঋণগ্রহীতা'! কোটাকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গেল এসেল গ্রুপ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বকেয়া ১২ কোটি ৯৯ লক্ষ টাকা! চুক্তিভঙ্গের অভিযোগে এবার Kotak Asset Management Company (AMC)-র বিরুদ্ধে ন্যাশনাল কোম্পানি ল' ট্রাইব্যুনালের দ্বারস্থ হল  Konti Infrapower and Multiventures। অভিযোগ,  ২০১৯ সালে ৬ এপ্রিল যে চুক্তি হয়েছিল, কর্পোরেট ঋণগ্রহীতা হিসেবে এখনও পর্যন্ত সেই চুক্তি শর্ত পূরণ করেনি  Kotak Asset Management Company (AMC)। 

আরও পড়ুন:  Watch: মেয়েদের নিরাপত্তা কি সোনার পাথরবাটি? বিজেপি নেতার বিকৃত লালসার শিকার মহিলা পুলিস অফিসারও! CCTV ভিডিয়ো...

ট্রাইব্যুনালের সংস্থার তরফে আবেদন, 'কর্পোরেট ঋণগ্রহীতা হিসেবে ২০১৯ সালে ৬  এপ্রিল যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির শর্ত পালনে ব্যর্থ হয়েছে Kotak Asset Management Company (AMC)। ২০২৫ সালে ডিমান্ড নোটিশের মাধ্যমে ঋণগ্রহীতাকে আপাতত বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ করেছিল আবেদনকারী। কিন্তু এখনও পর্যন্ত কোনও টাকা দেওয়া হয়নি'।

ঘটনাটি ঠিক কী?  জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড (ZEEL) এর তালিকাভুক্ত ইক্যুইটি শেয়ারের বন্ধক রেখেছিল Kotak Asset Management Company(AMC)। বিনিময়ে  ২০ কোটি টাকার নন-কনভার্টেবল ডিবেঞ্চার (NCD) সাবস্ক্রাইব করেছিল তারা। এরপর ২০১৯ সালে নন-কনভার্টেবল ডিবেঞ্চারগুলি (NCD) অন্য বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। ফলে  এখন অগ্রিম হিসেবে   ১২ কোটি ৯৯ লক্ষ টাকা প্রাপ্য  Konti Infrapower and Multiventures-র। ১০ জুলাই মামলাটি পরবর্তী শুনানি ন্যাশনাল কোম্পানি ল' ট্রাইব্যুনালে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত Kotak Asset Management Company (AMC)-তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

আরও পড়ুন:  25th June in History: ভারতের বিশ্বকাপ জয়, জরুরি অবস্থা, মহাকাশে পাড়ি-- ২৫ জুন দেশের লালকালির দিন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More