Home> দেশ
Advertisement

Pune Rave party Shocker: রাতভর রেভ পার্টি, সঙ্গে গাঁজা-মদ-হুক্কা! প্রাক্তন মন্ত্রীর জামাই ক্রাইম ব্রাঞ্চের হাতে...

Mumbai Crime: শনিবার রাতে পুণের খারাডি এলাকায় একটি বিলাসবহুল বাড়িতে হানা দেয় মহারাষ্ট্র পুলিস। গোপনে খবর পেয়ে অপরাধ দমন শাখার পুলিস ওই বাড়িতে যায়

Pune Rave party Shocker: রাতভর রেভ পার্টি, সঙ্গে গাঁজা-মদ-হুক্কা! প্রাক্তন মন্ত্রীর জামাই ক্রাইম ব্রাঞ্চের হাতে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেভ পার্টিতে হানা দিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রীর জামাইকে গ্রেফতার করল পুলিসের ক্রাইম ব্রাঞ্চ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা, হুক্কা সেটআপ এবং বিপুল পরিমাণ মদ। আরও সাতজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে দু'জন মহিলা রয়েছে।

শনিবার রাতে পুণের খারাডি এলাকায় একটি বিলাসবহুল বাড়িতে হানা দেয় মহারাষ্ট্র পুলিস। গোপনে খবর পেয়ে অপরাধ দমন শাখার পুলিশ ওই বাড়িতে যায়। রেভ পার্টি থেকে গাঁজা, মদ, হুক্কা-সহ একাধিক মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে পুলিস। সূত্রের খবর, গোপন

সূত্রের খবর পেয়ে পুনের খরাদি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে যায় ক্রাইম ব্রাঞ্চের একটি দল। মাদক, গাজা সহ বিপুল অবৈধ সামগ্রী উদ্ধার হয়। যাঁদের আটক করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী একনাথ খাডসের মেয়ে রোহিনী খাডসের স্বামী প্রাঞ্জল খেওয়ালকর।

এক সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'খরাদি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে রেভ পার্টি হওয়ার খবর পেয়ে আমরা হানা দিই। সেখান থেকে প্রচুর মাদক উদ্ধার করেছি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।'

ধৃতদের মধ্যে রয়েছেন এনসিপির (শরদ পওয়ার গোষ্ঠী) মহিলা শাখার রাজ্য সভাপতি রোহিনী খাড়সের স্বামী প্রাঞ্জল। বাজেয়াপ্ত জিনিসগুলোর মধ্যে বেশিরভাগই নিষিদ্ধ মাদক। কোথা থেকে এত মাদক এল, তা নিয়ে ধন্দে পুলিস। তদন্তকারীরা ঘটনার তদন্ত শুরু করেছে। এই রেভ পার্টিতে কোথা থেকে মাদক সরবরাহ হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিস। রাজ্যের বিরোধী দল এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী)-র নেত্রী রোহিনী খাডসে বর্তমানে মহিলা শাখার রাজ্য সভাপতি। এই ঘটনার প্রেক্ষিতে একনাথ খাডসে নিজেই বলেন, 'পুলিসি অভিযানের পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তা তদন্ত করে দেখা উচিত।'

এদিকে শিবসেনার (উদ্ধব শিবির) ডেপুটি লিডার সুষমা আন্ধারে বলেন, 'সরকারবিরোধী কণ্ঠস্বরকে বার্তা দিতেই এই অভিযান। যারা সরকারের বিরুদ্ধে কথা বলছেন, তাদের দমন করতেই এই পদক্ষেপ।' বর্তমানে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং রেভ পার্টির আসল আয়োজক কারা, তা জানতেও তদন্ত চলছে।

পুলিস ধৃতদের কল রেকর্ড, আর্থিক লেনদেন এবং সমাজমাধ্যমের পেজ খতিয়ে দেখছে। সেই সূত্র ধরে মাদক চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই গ্রেফতারি প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত বলেন, ‘এই রাজ্যে এ ভাবে গ্রেফতারিতে অবাক হয়নি। বর্তমান সরকারের অধীনে যে কাউকে যখন তখন গ্রেফতার এবং যে কাউকে যে কোনও সময়ে গুলি করা হয়।’ সঞ্জয়ের দাবি, কোল্ড ড্রিংক খেলেও মদ্যপানের অভিযোগে গ্রেফতার করা হয় মহারাষ্ট্রে।

আরও পড়ুন:  Bengali Migrant labour issue in Delhi: ভাষা-হেনস্থার আবহেই দিল্লিতে পরিযায়ী বাঙালি দম্পতির রহস্যমৃত্যু! বাংলায় গ্রামে পড়ে সন্তান...

আরও পড়ুন:  Haridwar Manasa Devi Temple stampede incident: রাস্তায় ইলেকট্রিকের তার পড়ে আছে, পা পড়লেই শেষ! আতঙ্কেই শেষ ৮?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More