ওয়েব ডেস্ক: এই মাসের আট তারিখ রাত থেকে সারা ভারত জুড়ে অবৈধ ঘোষণা করা হল চলতি পাঁচশো ও এক হাজার টাকার নোটকে। আর তারপর থেকেই টাকার জন্য হাহাকার...ব্যাঙ্কে ও এটিএমের সামনে গ্রাহকদের সর্পিল লাইন। এবং বাজারে এল নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। কিন্তু মোট কটা নতুন নোট বাজারে এল? সেগুলো ছাপাতে খরচ কেমন হল?
- নতুন নোট বাবদ এখনও পর্যন্ত খরচ হয়েছে মোট ১২ হাজার কোটি টাকা। এই খরচের মধ্যে নোট ছাপানোর খরচ এবং নতুন নোট ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে জনসাধারণের হাতে পৌঁছে দেওয়ার খরচ ধরা রয়েছে।
- এখনও পর্যন্ত ১৫৬৭ কোটি ৫০০ টাকার নোট ও ৬৩২ কোটি ২০০০ টাকার নতুন নোট বাজারে এসেছে।
- ৫০০ টাকার নোট ছাপা বাবদ আনুমানিক খরচ হয়েছে ৩৯১৭ কোটি টাকা এবং ২০০০ টাকার নোট ছাপতে খরচ হয়েছে ৪০০০ কোটি টাকা।