Home> দেশ
Advertisement

Fake Embassy In Ghaziabad: ভুয়ো দূতাবাস!প্রাসাদোপম বাড়ি, দামি গাড়ি... গ্রেফতার 'রাষ্ট্রদূত'...

Fake Embassy In Ghaziabad: আন্টার্কটিকা মহাদেশের ক্ষুদ্র একটি দেশ এই ওয়েস্টার্কটিকা।  গাজিয়াবাদে সেই দেশের দূতাবাস চালানোর অভিযোগে গ্রেফতার  হর্ষ বর্ধন নামে এক ব্যক্তি। 

Fake Embassy In Ghaziabad: ভুয়ো দূতাবাস!প্রাসাদোপম বাড়ি, দামি গাড়ি... গ্রেফতার 'রাষ্ট্রদূত'...

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পাসপোর্ট বা ভিসা নয়, এবার আস্ত একটি দুতাবাসও ভুয়ো! গাজিয়াবাদে ওয়েস্টার্কটিকা নামে একটি দেশে ভুয়ো দুতবাস চালানোর অভিযোগে এক ব্য়ক্তিকে গ্রেফতার করল  উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ। ধৃতের কাছে পাওয়া গেল  কূটনৈতিক নম্বরপ্লেটযুক্ত চারটি বিলাসবহুল গাড়ি, এমনকী কূটনৈতিক পার্সপোর্টও।

আরও পড়ুন:  Chief Justice of India on Mumbai Alimony case: 'মাত্র ১৮ মাসের বিয়েতেই ১২ কোটি টাকা, দামি বাড়ি, BMW গাড়ি! আপনি না MBA? চাহিদা ছেড়ে চাকরি করুন...', খোরপোশ মামলায় সুপ্রিম মন্তব্য

পুলিস সূত্রে খবর, বাইরে সবসময় দাঁড় করানো থাকত একাধিক বিলাসবহুল গাড়ি। সেই গাড়ি নম্বরপ্লেট আবার টনীতিকের গাড়ি মতোই মতোই। , গাজ়িয়াবাদের কবিনগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে দুতাবাস খুলে ফেলেছিলেন হর্ষ বর্ধন নামে এক ব্যক্তি।  ওয়েস্টার্কটিকা তো বটেই, ও সাবোরগা, পুলভিয়া, লোডোনিয়ার মতো ছোট ছোট দেশের 'রাষ্ট্রদূত' বলে পরিচয় দিতেন তিনি। ব্য়বহার করতেন  ভুয়ো পাসপোর্ট, পরিচয়পত্র এবং জাল সরকারি নথিও।

সেই হর্ষকেই গ্রেফতার করেছে   উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ)। স্রেফ কূটনৈতিক নম্বরপ্লেটযুক্ত গাড়ি নয়, উদ্ধার  হয়েছে   ১২টি কূটনৈতিক পাসপোর্ট, , ভারতের বিদেশ মন্ত্রকের স্ট্যাম্প-সহ জাল নথি। সঙ্গে জাল প্যান কার্ড, বিভিন্ন দেশ এবং কোম্পানির ৩৪টি রবার স্ট্যাম্প,  দু'টি জাল প্রেস আইডি কার্ড, সাড়ে ৪৪ লক্ষ নগদ এবং বেশ কয়েকটি দেশের বৈদেশিক মুদ্রাও।

আন্টার্কটিকা মহাদেশের ক্ষুদ্র একটি দেশ এই ওয়েস্টার্কটিকা। যাকে বলে 'মাইক্রোনেশন'।  আয়তন ছ’লক্ষ ২০ হাজার বর্গমাইল। ২০০১ সালে মার্কিন নৌবাহিনীর এক প্রাক্তন কর্তা ট্র্যাভিস ম্যাকহেনরি ওয়েস্টার্কটিকা প্রতিষ্ঠা করেন।  ওয়েস্টার্কটিকা দাবি করে, তাদের ২,৩৫৬ জন নাগরিক রয়েছেন। কিন্তু তাঁরা কেউ-ই য়েস্টার্কটিকায় থাকেন না।  র নিজস্ব পতাকা এবং মুদ্রাও থাকলেও, এই দেশটিকে এখনও পর্যন্ত স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনও দেশ।

আরও পড়ুন:  Rajasthan Horror: 'একটা বাচ্চা ব*লি দিয়ে লিভারটা বের করে আনলেই...', তান্ত্রিকের কথায় বউকে ফেরাতে ৬ বছরের ভাগ্নেকেই...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More