Home> দেশ
Advertisement

Farmer Protest:শীতের কামড়ে দিল্লিতে মৃত্যু এক প্রতিবাদীর

বুধবারই কৃষক আন্দোলনের সূত্রে ঘটেছে এক মর্মান্তিক মৃত্যু। এর মধ্যেই এল আরও এক মৃত্যুসংবাদ।

Farmer Protest:শীতের কামড়ে দিল্লিতে মৃত্যু এক প্রতিবাদীর

নিজস্ব প্রতিবেদন: লড়াই জারি আছে। কিন্তু সেই উদ্দীপনার মধ্যেই বিষাদের সুর দিল্লির কৃষক বিক্ষোভে। আজ, বৃহস্পতিবার সকালে কড়া ঠান্ডায় মৃত্যু হল এক প্রতিবাদী কৃষকের। এই নিয়ে দ্বিতীয় মৃত্যু। এই আন্দোলনে সুবিচার না পেয়ে গতকালই একজন আত্মহত্যা করেছেন।   

দিল্লি-হরিয়ানা সীমানায় (Delhi-Hariyana Border) যেখানে হাজার-হাজার কৃষক বিক্ষোভ-আন্দোলনে (Farmer protest) সামিল সেখানেই আজ সকালে তিন সন্তানের বাবা বছর ৩৭-এর এক পঞ্জাবের কৃষকের মৃত্যু হয়েছে। এই নিয়ে ২২ দিন ধরে চলছে এই প্রতিবাদ। সেই প্রতিবাদস্থলেই এই কৃষকমৃত্যু। বাবা রাম সিংহ নামের এক ব্যক্তি কৃষক আন্দোলনে সামিল হয়েছিলেন। বুধবার তিনি আন্দোলনের প্রতি সরকারের উদাসীনতার অভিযোগে আত্মহত্যা করেন। 

also read:  Supreme Court: বিবাহ বিচ্ছেদ প্রশ্নে দেশ জুড়ে একই আইন বহাল হোক, শুনানি চলছে

তবে এই ঘটনা এই প্রথম নয়। আগেও ঠান্ডায় প্রতিবাদী কৃষকদের মধ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এই সময়ে দিল্লিতে তাপমাত্রা হু হু করে কমে। কড়া ঠান্ডা পড়ে। তার মধ্যেই এই ঘটনা।

৩টি নয়া কৃষি আইন (3 Farm Laws) প্রত্যাহারের দাবিতে কৃষকদের এই আন্দোলন চলছে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে বেশ কয়েক দফা আলোচনা। তবে কোনও সমাধানসূত্র পাওয়া যায়নি।

Read More