নিজস্ব প্রতিবেদন: গণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলকে ঘিরে গোলমালের পর এবার কৃষকদের উপরে চাপ বাড়াচ্ছে পুলিস। একদিকে গাজীপুর সীমান্ত থেকে কৃষকদের উঠে যাওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে, মঙ্গলবার দিল্লির বিভিন্ন জায়গা সহ লালকেল্লায় বিশৃঙ্খলার কোনও ভিডিয়ো বা ছবি থাকলে তা পুলিসকে পাঠাতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানাল দিল্লি পুলিস।
আরও পড়ুন-Saayoni 'যৌনকর্মী', Saumitra -র মন্তব্য বিজেপির ভাষা নয়: Samik
দিল্লি পুলিসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'মিডিয়া সহ সাধারণ মানুষ যারা গণতন্ত্র দিবসের দিল্লিতে হিংসার সাক্ষী তাদের কাছে বিশৃঙ্খলার যদি কোনও ভিডিয়ো, বা ফোটোগ্রাফ থাকে তাহলে দিল্লি পুলিসের সদর দফতরে জমা দিন। যোগাযোগ করুন ৮৭৫০৮৭১২৩৭ বা মেল করুন kisanandolanriots. 26jain2021@gmmail.com ।
গণতন্ত্র দিবসে রাজধানীতে Tractor Rally-তে গোলমালের পর আজ দিল্লির সিঙ্ঘু, টিকরি সীমান্তে আন্দোলোনকারীদের কাছে এসে হাজির হয় বেশকিছু লোকজন। তাদের দাবি তারা এলাকার লোক। দিনের পর দিন তাদের এলাকায় হাজার হাজার লোকজন বসে থাকায় এলাকার প্রবল অসুবিধে হচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
আরও পড়ুন-Suvendu -র পথে? Mamata -কে চিঠি দিয়ে দল ছাড়লেন Rajib
অন্যদিকে, গণতন্ত্র দিবসের(Republic Day) দিন পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগে একাধিক কৃষক নেতার বিরুদ্ধে লুক আউট(Look Out) নোটিস জারি করেছে দিল্লি পুলিস। এখনও পর্যন্ত গণতন্ত্র দিবসের দিন গোলমালের জন্য ৩৩ জনের বিরুদ্ধে FIR করেছে পুলিস। লুক আউট নোটিস জারি করা হয়েছে ৪৪ জনের বিরুদ্ধে।