Home> দেশ
Advertisement

Delhi Horror: জল্লাদ বাবা! মা-বাবার তুলকালাম ঝগড়ায় স্কুল থেকে ফেরার আগেই বলি ১০ বছরের ছেলে ...

Delhi father killed son: মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। নিহত কিশোরের মা, পারিবারিক বিবাদের কারণে স্বামীর থেকে আলাদা থাকছিলেন। তিনি এই অভিযোগ দায়ের করেছেন।

Delhi Horror: জল্লাদ বাবা! মা-বাবার তুলকালাম ঝগড়ায় স্কুল থেকে ফেরার আগেই বলি ১০ বছরের ছেলে ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির নারেলায় ১০ বছরের ছেলেকে বাবার হাতে নৃশংস খুন। 

দিল্লির নারেলা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দিল্লি পুলিসের তথ্য অনুযায়ী, এক ব্যক্তি তার ১০ বছরের ছেলেকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। নিহত কিশোরের মা, পারিবারিক বিবাদের কারণে স্বামীর থেকে আলাদা থাকছিলেন। তিনি এই অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে নরেন্দর হিসাবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ উঠেছে যে নরেন্দর নিজের নাবালক সন্তানকে হত্যা করে পরে তার স্ত্রীকে খুনের খবর জানান। এই ঘটনাটি দিল্লির নারেলা থানায় রিপোর্ট করা হয়েছে। এক বাবা, তার ১০ বছর বয়সী ছেলেকে খুন করে স্ত্রীকে নিজেই এই খবর জানিয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, অভিযুক্ত বাবার নাম নরেন্দর। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নরেন্দর তার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছে ফোন করে জানান যে তিনি তাদের ১০ বছরের ছেলে আকাশকে (নাম পরিবর্তিত) হত্যা করেছেন। এই খবর শুনে পরিবারের সদস্যরা দ্রুত মুকেশের বাড়িতে পৌঁছান এবং সেখানে আকাশের মৃতদেহ দেখতে পান।

প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে যে, পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে। নরেন্দর এবং তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এই বিবাদের কারণেই নরেন্দর এমন চরম পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিস ইতিমধ্যেই নরেন্দরকে গ্রেফতার করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। আকাশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, '২৯/০৭/২০২৫ তারিখে নারেলা থানায় ১০ বছর বয়সী একটি শিশুর মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া যায়, যার গলায় আঘাতের চিহ্ন ছিল। অভিযোগকারী, নরেন্দরের স্ত্রী শ্রীমতি কোমল, ওম বিহার কলোনি, ব্যাংকনার, নারেলা, দিল্লির খসরা নং ৩৯/১৭ এর বাসিন্দা, অভিযোগ করেছেন যে তার স্বামীর সাথে বিবাদের কারণে তিনি তার দুই সন্তানকে নিয়ে আলাদা থাকছিলেন। আজ (২৯.০৭.২০২৫) তার ছোট ছেলে 'ভি', বয়স ১০ বছর, স্কুলে গিয়েছিল কিন্তু ফিরে আসেনি। পরে তার স্বামী, নরেন্দর তাকে জানান যে তিনি 'ভি'-কে হত্যা করেছেন।'

পুলিস আরও জানিয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর প্রাসঙ্গিক ধারায় এফআইআর (FIR) নথিভুক্ত করা হচ্ছে এবং পলাতক অভিযুক্ত বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: R G Kar Incident Pind Daan: গয়ার প্রেতশিলা আর ফল্গুর চোরাস্রোতে আরজি কর নির্যাতিতার আত্মার শান্তিকামনা! পিণ্ডদান সারলেন মা-বাবা...

আরও পড়ুন: UttarPradesh: উদ্দাম পরকীয়ায় আপত্তি স্বামীর, কাঁওয়ার যাত্রা থেকেই তুলে এনে জীবন্ত জ্বালাল বউয়ের প্রেমিক...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More