জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দারিদ্র্যতা কখনও কখনও জীবনের সবচেয়ে কঠিন পাঠ পড়ায়, কিন্তু সেই পাঠ অনেকের জীবন বদলে দেওয়ার জন্য প্রেরণা হয়ে দাঁড়ায়। আর দারিদ্র্যতাই বদলে দিয়েছে এমন এক অনুপ্রেরণার গল্প হল আনসার শেখের, যিনি জীবনের সব প্রতিকূলতা অতিক্রম করে সিভিল সার্ভিসেস পরীক্ষায় সাফল্য অর্জন করে এবং দেশের সবচেয়ে কম বয়সী IAS অফিসার হয়ে উঠেছেন।
মহারাষ্ট্রের জলনা গ্রামের মারাঠওয়াড়া জেলার এক দরিদ্র পরিবারের ছেলে আনসার শেখ, তার বাবা একজন অটোরিকশা চালক এবং তার মা মাঠের দিন মজুরি করতেন। পরিবারে বরাবরই আর্থিক সমস্যার কারণে তার ছোট ভাই সপ্তম শ্রেণির পরেই পড়াশোনা ছেড়ে গ্যারেজে কাজ করতে শুরু করে আর তার বোনের বিয়ে হয়ে যায় মাত্র ১৫ বছর বয়সে, কারণ তার ভরণপোষণের জন্য পরিবারে যথেষ্ট উপার্জন ছিল না।
এই চরম প্রতিকূলতার মধ্যেও আনসার শেখ পড়াশোনার হাল ছাড়েনি নিজের প্রতি গভীর নিষ্ঠা রেখে মাত্র ২১ বছর বয়সেই ২০১৬ সালের UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন তিনি। এই পরীক্ষায় তার সর্বভারতীয় র্যাঙ্ক (AIR) ছিল ৩৬১। রিপোর্ট অনুযায়ী, আনসার মাধ্যমিক পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পেয়েছিলেন এবং পুনে কলেজ থেকে স্নাতক হয়েছেন।
আরও পড়ুন- FACT CHECK: খিটখিটেমির শাস্তি! আচমকাই জয়ার সুস্থ মায়ের 'প্রয়াণ' ঘোষণা?
জীবনের এই কঠিন লড়াই জিতে আনসার শেখ এখন পশ্চিমবঙ্গের কোচবিহারে এডিএম(ADM) হিসেবে কাজ করছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)