Home> দেশ
Advertisement

Judge received death threats: 'তুই রাস্তায় বেরো, দেখে নেব...' রায় বিপক্ষে যাওয়ায় মহিলা জজকে হুমকি আইনজীবীর

Delhi Court: চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গত ২ এপ্রিল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিলেন মহিলা বিচারক শিবাঙ্গী মঙ্গলা। তাতেই খেপে যান আসামি। যে কোনও উপায়ে রায় নিজের পক্ষে আনার চেষ্টা করেন। 

Judge received death threats: 'তুই রাস্তায় বেরো, দেখে নেব...' রায় বিপক্ষে যাওয়ায় মহিলা জজকে হুমকি আইনজীবীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মনের মতো বিচারের রায় হয়নি। তারপরই মহিলা বিচারককে যা শুনতে হত তা ঘুণাক্ষরেও ভাবেননি তিনি। দিল্লির এক আদালতের (Delhi Court) এজলাসেই আসামি ও তাঁর আইনজীবীর হুমকির মুখে পড়লেন মহিলা বিচারক (female Judge)। রায়ের পর আসামী ওই মহিলা বিচারকের উদ্দেশে বলেন, 'তুই কে রে! বাইরে দেখা কর, দেখে নেব।'

আরও পড়ুন, Unauthorised Clinical Trial: সরকারি হাসপাতালেই ৫০০ রোগীর উপর ভয়ংকর সব রোগের ওষুধের বেআইনি ক্লিনিক্যাল ট্রায়াল!

অভিযুক্ত রাজ সিং-এর বিরুদ্ধে মেসার্স ভিনটেজ ক্রেডিট অ্যান্ড লিজিং প্রাইভেট লিমিটেড কর্তৃক দায়ের করা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১ (চেক অবমাননা) এর ধারা ১৩৮ এর অধীনে মামলা করা হয়। সেখানেই দোষী সাব্য়স্ত হয় রাজ সিং। আদালতের রায় যে কোনও উপায়ে নিজের পক্ষে আনার জন্য আইনজীবীর উপর চাপ দিতে থাকেন ওই আসামি। 

বিচারক মামলায় রাজ সিংয়ের বিরুদ্ধে রায় দেওয়ার পর, দোষী সাব্যস্ত হওয়ার ভরা আদালতে বিচারকের উপর রেগে যায় আসামি। বিচারক তার আদেশে উল্লেখ করেন। তারপরেই আসামি গালিগালাজ শুরু করে এবং এমনকি বিচারকের মাকেও তিরস্কার করে। অভিযুক্তের হাতে একটি বস্তু ছিল, সেটা সে বিচারকের দিকে ছুড়ে মারার চেষ্টা করেন।  

পরবর্তীতে আসামি ও তার আইনজীবী দুজনেই বিচারককে হুমকি দিতে থাকেন। তার আদেশে ওই বিচারক লেখেন, 'অভিযুক্ত এবং আইনজীবী আমাকে চাকরি থেকে পদত্যাগ করার জন্য মানসিক ও শারীরিকভাবে হয়রানি করেছে এবং তারা উভয়েই আবার অভিযুক্তকে খালাস দেওয়ার জন্য হয়রানি করেছে। অন্যথায় তারা আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এবং জোরপূর্বক আমার পদত্যাগের ব্যবস্থা করবে।'

আরও পড়ুন, Ex-DGP Murder: চোখে লঙ্কা ছিটিয়ে বুকের উপর চড়ে একের পর এক কোপ, স্ত্রীর হাতে খুন শীর্ষ পুলিশ-কর্তা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More