জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিপত্তি যেন কাটছেই না! ফের অগ্নিকান্ড মহাকুম্ভে। এবার আগুন লাগল মেলার ৬ নম্বর সেক্টরে। দমকলের তত্পরতায় অবশ্য দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লেলিহান শিখা দেখে তুমুল আতঙ্ক ছড়ায় মেলা প্রাঙ্গণে।
আরও পড়ুন: President Rule in Manipur: অশান্ত মণিপুরে অবশেষে জারি রাষ্ট্রপতি শাসন!
প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। মেলা শেষ হতে এখনও প্রায় দু'সপ্তাহ বাকি। কিন্তু একে পর একে বিপর্যয়ে রীতিমতো আতঙ্কিত পুর্ণ্যার্থীরা। ৭ ফ্রেরুয়ারি আগু লেগেছিল শঙ্করাচার্য মার্গের ১৮ নম্বর সেক্টরের যমুনা পুরম সেক্টরে। ১৯ জানুয়ারি বিধ্বংসী আগুন ধরেছিল, ব্লাস্ট হয়েছিল সিলিন্ডার। ২৯ জানুয়ারি মঙ্গলবার আবার বড়সড় পদপিষ্টের ঘটনা। সেখানে এখনও পর্যন্ত জানা গিয়েছে মৃত্যু হয়েছে ৩০ জনের। তার ঠিক একদিন পরেই ৩০ জানুয়ারি কুম্ভের প্রাঙ্গনে আগুন লাগে। কুম্ভমেলার সেক্টর ২২-এ এই আগুন লেগেছে। সেখানেই ১৫টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়।
VIDEO | Prayagraj: A fire broke out at Maha Kumbh Mela sector 6 area. Fire brigades have reached the spot. More details are awaited.
— Press Trust of India (@PTI_News) February 13, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/ZbQLBisWcQ
এদিকে দিন কয়েক আগে ট এয়ার বেলুন ফেটে জ্যান্ত পুড়ে মারা যান ৬ পুণ্যার্থী। মাটি থেকে কিছুটা উঠেই হিলিয়াম ভর্তি ওই হট এয়ার বেলুন ফেটে যায়। বেলুনের বাস্কেটে ছিলেন ওই ৬ পুণ্যার্থী। কবে? ৪ ফ্রেরুয়ারি। সূত্রে খবর, আহতরা ইন্দোর, প্রয়াগরাজ, হরিদ্বার ও হৃষিকেশের বাসিন্দা।
আরও পড়ুন: Union Budget 2025: বাজেট বঞ্চনার পাল্টা জবাব, নির্মলাকে থামালেন ডেরেক! রাজ্যসভায় তরজা তুঙ্গে..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)