Home> দেশ
Advertisement

Delhi: কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি অগ্নিকাণ্ড দিল্লিতে; আহত ছয় দমকলকর্মী

আধিকারিকরা জানিয়েছেন, আহতদের সকলকে বিএল কাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Delhi: কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি অগ্নিকাণ্ড দিল্লিতে; আহত ছয় দমকলকর্মী

নিজস্ব প্রতিবেদন: শনিবার সকালে দিল্লির (Delhi) আজাদ মার্কেট (Azad Market) এবং আনন্দ পর্বত শিল্প এলাকায় (Anand Parvat Industrial Area) তিনটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজাদ মার্কেট এলাকায়, যেখানে একটি বাড়ি ভেঙে পড়ে। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় সকাল ৭.৩০মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে সেখানে। দমকল জানিয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এই ঘটনায়।

 

আনন্দ পর্বত শিল্প এলাকায়, আগুন নেভানোর জন্য দমকলের দশটি ইঞ্জিন পাঠানো হয়েছিল। আনন্দ পর্বত শিল্প এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনার সময় দমকল বিভাগের ছয় কর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন: Kashmir: গন্তব্যের তালিকায় কশ্মীর! পর্যটকদের ভিড়ে ভাঙল ১০ বছরের রেকর্ড

আধিকারিকরা জানিয়েছেন, আহতদের সকলকে বিএল কাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

দুই জায়গাতেই অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ত্যদন্ত হলে তবেই ঘটনার আসল কারণ সম্পর্কে জানা যাবে বলে মনে করা হচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More