ওয়েব ডেস্ক: ভারতে চরম অপরাধের শাস্তি হিসাবে ফাঁসির সাজা হওয়ার চল সেই বৃটিশ আমল থেকেই রয়েছে। কিন্তু, বর্তমানে আদালতের নির্দেশ অনুসারে 'বিরলের মধ্যে বিরলতম' অপরাধের শাস্তি হিসাবেই কেবল অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার যাবে। দেশে আজ অবধি অনেকেরই ফাঁসি হয়েছে। কিন্তু স্বাধীন ভারতে প্রথম কাকে ফাঁসি দেওয়া হয়েছিল?
নাথুরাম গডসে
১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ফাঁসির সাজা কার্যকারী হয় ১৯৪৯ সালের ১৫ই নভেম্বর। কিন্তু কোনও এক জনের ফাঁসি হয়নি ওই দিনে। নভেম্বরের ১৫ তারিখে ফাঁসি দেওয়া হয়েছিল একসঙ্গে দু'জনকে। এই দু'জন হলেন- নাথুরাম গডসে ও নারায়ন আপ্তে। এই দুই ব্যক্তিই মহাত্মা গান্ধীকে হত্যার দায়ে সাজাপ্রাপ্ত হয়েছিলেন।
নারায়ন আপ্তে