Home> দেশ
Advertisement

Himachal Pradesh Flash Flood: হড়পা বানে বিপর্যস্ত হিমাচলের বহু এলাকা, বিদ্যুত্‍হীন বহু এলাকায় বন্ধ ৫৮৩ রাস্তা

Himachal Pradesh Flash Flood: রাজ্যে ২২৬৩টি টান্সফর্মার বিকল হয়ে পড়েছে। ফলে বিদ্য়ুত্ সরবারহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছে

Himachal Pradesh Flash Flood: হড়পা বানে বিপর্যস্ত হিমাচলের বহু এলাকা, বিদ্যুত্‍হীন বহু এলাকায় বন্ধ ৫৮৩ রাস্তা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরাখণ্ডের পাশাপাশি প্রবল বৃষ্টি, ধসে বিপর্যন্ত হিমাচলপ্রদেশের কুলু। বৃষ্টিতে হড়পা বান পাহাড়ের উপর থেকে নেমে এসেছে নীচে। গোটা জেলার তছনছ অবস্থা। বিশাল কাদামাটির ঢলে বহু যানবাহন ভেসে গিয়েছে। কোথাও কোথাও চাপা পড়ে গিয়েছে মাটির নীচে। রাস্তায় জমে গিয়েছে হাঁটুসমানেরও বেশি কাদার স্তর।

আরও পড়ুন-'কী এমন ঘটল পরের কয়েক ঘণ্টার মধ্যে? আত্মহত্যা হতে পারে না!'

আবহাওয়া দফতরের পূর্বাভাস হল তুষারপাত হবে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায়। বিশেষ করে লাহুল স্পিথি, কিন্নর ও কুলু জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

হিমাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে বলা হয়েছে, প্রবল বৃষ্টি ও তুষারপাতের জেরে রাজ্যের ৫৮৩টি রাস্তা ও ৫টি জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। ফলে রাজ্যের বিরাট একটি অংশে যাতায়ত বন্ধ। আটকে পড়েছেন বহু পর্যটক। রাজ্যে ২২৬৩টি টান্সফর্মার বিকল হয়ে পড়েছে। ফলে বিদ্য়ুত্ সরবারহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যের ২৭৯টি জল সরবারহ কেন্দ্রের পরিষেবা ব্যাহত হয়েছে। ফলে তার ফল ভোগ করছেন সাধারণ মানুষ।

রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, নদী এলাকা থেকে দূরে থাকুন। সকাল থেকে পরিস্থিতির উপরে নজর রাখছি। সাধারণ মানুষের কাছে আবেদন পুলিসের কথা মেনে চলুন।

এতকিছুর মধ্যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বলা হয়েছে লাহুল , স্ফীতি, চাম্বা, কাংড়া, কুলু ও মান্ডি-সহ হিমালয়ের উঁচু এলাকায় প্রবল তুষারপাত হতে পারে। ফলে বিপদ আরও বাড়ছে। মানালির কোনও কোনও জায়গায় ১ ফুট উঁচু তুষার জমে গিয়েছে। রাস্তাঘাট সব বন্ধ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More