Home> দেশ
Advertisement

WATCH: আচমকা 'পাহাড় ভেঙে' নামল গোটা জলপ্রপাত! প্রবল জলের তোড় উলটে-পালটে ভাসিয়ে নিয়ে গেল একের পর এক... ভয়ংকর ভিডিয়ো

Gaya Waterfall: ভিডিয়োটিতে ছয়জন মহিলাকে জলপ্রপাতের মাঝখানে আটকে থাকতে দেখা যাচ্ছে। তাঁদের চারপাশে ভয়ানক স্রোত বয়ে যাচ্ছে। তাঁদের মধ্যে এক মহিলাকে একটি পাথর পার করে বাঁচানো হয়। 

WATCH: আচমকা 'পাহাড় ভেঙে' নামল গোটা জলপ্রপাত! প্রবল জলের তোড় উলটে-পালটে ভাসিয়ে নিয়ে গেল একের পর এক... ভয়ংকর ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হড়পা বাণের সময় মারাত্মক ঘটনার সাক্ষী বিহার। জলপ্রপাতের হঠাৎ ফুঁসে ওঠা জলের তোড়ে ভেসে গেলেন কয়েকজন মহিলা। পাহাড়ি ঝর্ণার সৌন্দর্য দেখতে এসে ভয়ংকর ঘটনা। বিহারের গয়ার ( Bihar's Gaya) লাঙ্গুরিয়া ঝরনার কাছে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ছ’জন মহিলা। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। প্রায় দু'মিনিটের সেই ভিডিয়ো ক্লিপে দেখা যায়, ঝরনার মাঝখানে আটকে রয়েছেন ছ’জন মহিলা। চারপাশে হঠাৎই জলের স্রোত বাড়তে থাকে। 

আরও পড়ুন, Madhya Pradesh Horror: প্রেমে পাগল যুবক, কিন্তু সেই প্রেমিকারই বুকে চেপে বসে কাটল তার গলা! ভিড় করে লোকে দেখলও তা, তবু...

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক থাকায় অনেক মানুষ জলপ্রপাতে এসে আনন্দ করছিলেন। কিন্তু হঠাৎ উঁচু পাহাড় থেকে প্রচুর জল নেমে আসতে থাকায় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে আর পর্যটকরা তাড়াহুড়ো করে সেখান থেকে সরে যেতে শুরু করেন। তখনই ওই মহিলারা জলপ্রপাতের মাঝখানে আটকে পড়েন।এমনকী তাঁরা জলে ভেসে যান। গ্রামবাসীরা তাঁদের টেনে তোলেন। ইতিমধ্যে, বাকি দুজন মহিলাকে জলপ্রপাতের অন্য পাশ থেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকাজের সময় পাথরের সাথে ধাক্কা লেগে একজন মহিলা আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আবহাওয়া অনুকূল ছিল। তাই অনেকেই ঝরনা উপভোগ করছিলেন। কিন্তু হঠাৎ করেই জল নেমে আসায় স্রোত বেড়ে যায়। তবে এই ভিডিয়ো জলাশয়ের কাছে থাকা কতটা বিপজ্জনক তা মনে করিয়ে দেয়। 

আরও পড়ুন, Watch Bhubaneswar Municipal Corporation Officer Viral Video news: WATCH | অফিসারের মুখে-বুকে লাথি, মার! পুরনিগমের মধ্যে ঢুকে তাণ্ডব BJP কাউন্সিলরের...ছিঃ!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More