Home> দেশ
Advertisement

এক ফোনেই অক্সিজেন, কোভিড যুদ্ধে নতুন রণনীতি কেজরীবালের

শ্বাসকষ্ট শুরুর আগেই ফোন করলে মিলবে অক্সিজেন।

এক ফোনেই অক্সিজেন, কোভিড যুদ্ধে নতুন রণনীতি কেজরীবালের

নিজস্ব প্রতিবেদন: দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল আজ জানিয়েছেন ফোন করলেই সহজে মিলবে অক্সিজেন। কোভিড যুদ্ধে প্রায় তিনগুণ পরীক্ষা করছে সরকার। এমনকি একদিনে ৫ হাজার থেকে ১৮ হাজার করোনা পরীক্ষা হচ্ছে। একথাও জানিয়েছেন আপ নেতা অরবিন্দ কেজরীবাল।
যাঁরা করোনা আক্রান্ত কিন্তু কিডনি, ডায়েবেটিস বা অন্য কোনও সমস্যা নেই তাঁরা বাড়িতে আইসোলেটেড হয়েই থাকতে পারবেন দিল্লিতে। বাকি যাঁদের অন্যান্য সমস্যা রয়েছে তাঁরা থাকবেন কোভিড-১৯ সেন্টারে।

আরও পড়ুন: জনসমাগম ছাড়াই হতে পারে পুরীর রথযাত্রা, সুপ্রিম কোর্টে জানাল ওড়িশা ও কেন্দ্র সরকার

 যাঁরা হোম কোয়রেন্টিনে থাকবেন তাঁদের হঠাৎ শ্বাসকষ্ট হয়ে অক্সিজেন দরকার পড়লে কী হবে? সে সমস্যার সমাধানের জন্যই "পাল্স অক্সিমিটার" দিচ্ছে কেজরিবালের সরকার। যার মাধ্যমে ঘরেই মাপা যাবে রক্তে অক্সিজেনের পরিমাণ। তারপর শ্বাসকষ্ট শুরুর আগেই ফোন করলে মিলবে অক্সিজেন। এই উপায়েই কোভিড যুদ্ধে গুটি সাজাচ্ছে দিল্লি।
দিল্লিতে করোনা আক্রান্ত প্রায় ৬০ হাজার ছুঁইছুঁই। রবিবার ৩ হাজার নতুন করোনা আক্রান্তর খোঁজ মেলার পর রাজধানীতে এখন মোট করোনা আক্রান্ত ৫৯ হাজার ৭৪৬। কেজরিবাল জানিয়েছেন মাত্র ২৫ হাজার সক্রিয় করোনা আক্রান্ত রয়েছে বাকি ৩৩ হাজার সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

Read More