জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের বার বার হামলার চেষ্টা(India Pakistan War)। জবাবে ভারতের চরম প্রত্যাঘাত। শনিবার বিদেশ সচিব(Foreign Secretary) বিক্রম মিসরি(Vikram Misri) সাংবাদিক বৈঠক করেছেন। সেখানে তিনি সাফ জানিয়েছেন, পাকিস্তানের(Pakistan) সব দাবি-অভিযোগ ভুয়ো। পাকিস্তান অভিযোগ করেছিল যে, ভারত আফগানিস্তানের (Afghanistan)উপর মিসাইল হামলা করেছে। কিন্তু বিক্রম মিসরি সেই অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। এবং জানিয়েছেন, ভারত আফগানিস্তানে কোনও মিসাইল হামলা করেনি।
অপারেশন সিঁদুর থেকেই ভারতের স্পষ্ট লক্ষ্য ছিল যে, পাকিস্তানের সন্ত্রাস বা জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করা। জনসাধারণের উপর হামলা করা কোনওদিন ভারতের উদ্দেশ্য ছিল না। আর সেই মতই ভারত প্রত্যাঘাত করেছে।
সাংবাদিক বৈঠকে বিক্রম মিসরি বলেন, 'পাকিস্তান আবারও এক হাস্যকর দাবি করে যে, ভারত আফগানিস্তানের উপর মিসাইল হামলা করেছে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়ো। এবং আফগানিস্তানের জনসাধারণের না ভোলাই উচিত যে, গত এক-দেড় বছরে কীভাবে একটা দেশ জনগণ এবং অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।'
ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়ে বিদেশ সচিব বিক্রম মিসরি স্পষ্ট বলেন, 'যে কোনও উস্কানি এবং উত্তেজনার সূত্রপাত পাকিস্তানের দিক থেকেই হয়েছে। এর জবাবে ভারত দায়িত্বশীল ও সংযত ভঙ্গিতে প্রতিক্রিয়া জানিয়েছে। আজ সকালেও আমরা পাকিস্তানের সেই একই উসকানিমূলক এবং উত্তেজনামূলক আচরণের পুনরাবৃত্তি দেখেছি।'
বিদেশ সচিব আরও বলেন, পাকিস্তান এখনও জম্মু-কাশ্মীর ও পঞ্জাবের জনসাধারণকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছে। এবং হাস্যকরভাবে দাবি করেছে যে তারা ভারতের ধর্মীয় স্থানে আক্রমণ করেছে। আর এই দাবিকে সম্পূর্ণভাবে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে বিক্রম।
বিক্রম মিসরির পাশাপাশি উইং কমান্ডার ব্যোমিকা সিং বলেন, পাকিস্তান একটানা মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার চালানোর চেষ্টা করেছে। তারা দাবি করেছে যে ভারতের S-400 সিস্টেম ধ্বংস হয়েছে, আর সুরাট ও সিরসার বিমানঘাঁটিও ধ্বংস করেছে। ব্যোমিকাও পাকিস্তানের এই দাবিকে ভুয়ো বলেছেন।
আরও পড়ুন:India Pakistan War: পিঠ বাঁচাতে এবার হাফিজ সঈদকে জেল থেকে ছাড়তে চায় শয়তান পাকিস্তান! হাইকোর্টে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)