জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইসরো'র প্রাক্তন প্রধান এ. এস. কিরণ কুমার সোমবার ফতেপুরের গোয়েঙ্কা মন্দিরে গিয়েছিলেন। সেখানে মা বীরা বর্জিকে পুজো দেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ. এস. কিরণ কুমার জানান, ইসরো মহাকাশবিজ্ঞানে ভারতকে বিশ্বে প্রথম পাঁচ দেশের মধ্যে নিয়ে গিয়েছে। তিনি চন্দ্রযান-২-এর ব্যর্থতার প্রসঙ্গও তোলেন। বলেন, ব্যর্থতা তাঁদের ভয় পাইয়ে দেয়নি। বরং তাঁরা ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবেন। আর এই সূত্রেই তিনি জানিয়েছেন, ভারত অতি শীঘ্রই মঙ্গল অভিযানে সাফল্য অর্জন করবে।
প্রসঙ্গত, এ. এস. কিরণ কুমার ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ইসরোকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নেতৃত্বেই ভারত একটি মিশনেই ১৪৪টি উপগ্রহ লঞ্চ করার কৃতিত্ব অর্জন করেছিল। তাঁর বিশেষ অবদান রয়েছে চন্দ্রযান-১ মিশনে, মঙ্গলযান মিশনেও।
সারা জীবনে এ. এস. কিরণ কুমার বহু পুরস্কারেও ভূষিত হয়েছিলেন। পেয়েছেন পদ্মশ্রী-- ২০১৪ সালে, ২০১৯ সালে ফরাসি সরকারের থেকে পেয়েছিলেন বিশেষ সম্মান। তার আগেও পেয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার। ২০০৭ সালে ভাস্কর অ্যাওয়ার্ড, ২০০৮ সালে ইসরো পারফরম্যান্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড।
এ. এস. কিরণ কুমার বলেছেন ভারত অতি শীঘ্রই মঙ্গল অভিযানে সাফল্য অর্জন করবে। ইসরোর ওই মিশনের নাম-- মঙ্গলযান। প্রসঙ্গত, ভারতের এই মঙ্গলযান হল এশিয়ার প্রথম কোনও মঙ্গল-অভিযান। বিশ্বে দ্বিতীয়। লাল গ্রহ নিয়ে বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ সকলেরই আগ্রহ তুঙ্গে। সকলেই গ্রহটিকে জানতে চায়। সন্দেহ নেই, ভারতের এই মঙ্গল-অভিযানের দিকে শুধু ভারতই নয়, চেয়ে থাকবে গোটা বিশ্বই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)