Home> দেশ
Advertisement

চতুর্থ দফায় ৭১টি আসনে ভোট, মূল আকর্ষণ বেগুসরাইয়ের কানহাইয়া

সোমবার যে সমস্ত প্রার্থী ভাগ্য নির্ধারণ হবে, তাঁদের মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তার মধ্যে অন্যতম বিহারের বেগুসরাই। 

চতুর্থ দফায় ৭১টি আসনে ভোট, মূল আকর্ষণ বেগুসরাইয়ের কানহাইয়া
নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ সোমবার। দেশের ৯টি রাজ্যের ৭১টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি আসন মহারাষ্ট্রে। সেখানে ১৭টি আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে।

এই দফায় নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গেও। এই রাজ্যের ৮টি আসনে ভোটগ্রহণ সোমবার। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল, বর্ধমান-দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বীরভূম ও বোলপুর লোকসভা আসনে ভোট নেওয়া হবে।

আরও পড়ুন: প্রচারে বেরিয়ে আগুন নেভালেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি, দেখুন ভিডিয়ো

চতুর্থ দফায় ভোট দেবেন ১২ কোটি ৭৯ লক্ষ ভোটার। তাঁরা ভাগ্য নির্ধারণ করবেন ৯৬১ জন প্রার্থীর। মোট বুথ ১ লক্ষ ৪০ হাজার।

সোমবার অনন্তনাগেও নির্বাচন হবে। নিরাপত্তার কারণে অনন্তনাগে তিনদফায় ভোট হচ্ছে। এর আগে ২৩ এপ্রিল ওই কেন্দ্রের কিছুটা অংশে ভোট নেওয়া হয়। সোমবার সেখানে দ্বিতীয় দফার ভোট।

আরও পড়ুন: একসঙ্গে দু’টি ভোটার কার্ড রাখার অভিযোগ খারিজ করে দিলেন গম্ভীর

সোমবার যে সমস্ত প্রার্থী ভাগ্য নির্ধারণ হবে, তাঁদের মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তার মধ্যে অন্যতম বিহারের বেগুসরাই। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর বিপক্ষে রয়েছেন সিপিআই-এর কানহাইয়া কুমার।

এছাড়াও এই দফায় রয়েছেন, সলমন খুরশিদ (কংগ্রেস), বৈয়জন্ত পান্ডা (বিজেপি), মিলিন্দ দেওরা (কংগ্রেস), উর্মিলা মাতন্ডকর (কংগ্রেস) ও ডিম্পল যাদব (সমাজবাদী পার্টি)।

আরও পড়ুন: আমি নিতান্তই সাধারণ এবং বোকা, প্রজ্ঞার সঙ্গে তুলনা করবেন না: উমা ভারতী

বাংলাতেও এই দফায় একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছেন। আসানসোলে মুখোমুখি লড়াইয়ে বাবুল সুপ্রিয় (বিজেপি) ও মুনমুন সেন (তৃণমূল)। বর্ধমান-দুর্গাপুরে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। বহরমপুরে কংগ্রেসের প্রার্থী অধীররঞ্জন চৌধুরি। কৃষ্ণনগরে বিজেপির প্রার্থী প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে।

এবার লোকসভার নির্বাচন হচ্ছে সাত দফায়। ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচন হয়। এর পর ১৮ ও ২৩ এপ্রিল দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট নেওয়া হয়েছে। সাত দফার ভোট শেষে ২৩ মে ভোটগণনা। সেদিনই জানা যাবে দেশের রায় কী হল?

Read More