Home> দেশ
Advertisement

WATCH Operation Sindoor: লাদেন থেকে কাসভ, আল-কায়েদা বা লশকর...ভারতীয় সেনা গুঁড়িয়েছে সন্ত্রাসের আঁতুড়ঘর!

Operation Sindoor: ওসামা বিন লাদেনের কোটি টাকায় তৈরি ধর্মীয় প্রতিষ্ঠান ছিল সন্ত্রাসবাদী তৈরির কারখানা। মুম্বইয়ে হামলার আগে আজমল কাসভও এখানে প্রশিক্ষণ নিয়েছে।

WATCH Operation Sindoor: লাদেন থেকে কাসভ, আল-কায়েদা বা লশকর...ভারতীয় সেনা গুঁড়িয়েছে সন্ত্রাসের আঁতুড়ঘর!

Operation Sinddor: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। বুধবার মাঝরাত থেকে ভারতীয় সেনা পাকিস্তানে প্রত্যাঘাত করা শুরু করেছে। চলছে সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। ভারতীয় আকাশসীমা লঙ্ঘন না করেই নিখুঁত লক্ষ্যে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে ভারতীয় সেনা। পাক-অধিকৃত কাশ্মীরের অন্তর্গত বাহাওয়ালপুরের জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed, JeM) হেডকোয়ার্টারও নিশ্চিহ্ণ করে দিয়েছে ভারত। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার (Masood Azhar)। ভারতের প্রত্যাঘাতে তার পরিবারের ১০ সদস্য নিহত বলেই খবর। এমনকী মৃত তার ৪ সহযোগীও। 

মুরিদ মারকাজ

ভারতের অপারেশন সিন্দুরে ধ্বংস হয়েছে মুরিদ মারকাজ! ২০০৮ সালের মুম্বইয়ের ভয়ংকর সন্ত্রাস হামলার আগে এখানেই আজমল কাসভকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কাসভকে মারকাজ তাইবাতে 'দৌরা-ই-রিবাত' (গোয়েন্দা প্রশিক্ষণ) দেওয়া হয়েছিল। তাছাড়া, মুম্বাই সন্ত্রাসী হামলার প্রধান ষড়যন্ত্রকারী তাহাব্বুর রানা এবং ডেভিড কোলম্যান হেডলিও এই সন্ত্রাসী শিবির পরিদর্শন করে গিয়েছিলেন।

সন্ত্রাসবাদী তৈরির কারখানা

২০০০ সালে প্রতিষ্ঠিত এই বিশাল মুরিদ মারকাজ ৮২ একর জমি জুড়ে বিস্তৃত। যা নিছকই ধর্মীয় প্রতিষ্ঠান নয়। ছিল সন্ত্রাসবাদী তৈরির কারখানা। সন্ত্রাসের যাবতীয় প্রশিক্ষণ পাওয়া যেত এখান থেকেই। মগজ মোড়ানো থেকে অস্ত্রচর্চা এবং তার প্রয়োগ হাতে ধরে শেখানো হত। ভারতীয় গোয়েন্দা সূত্রের খবর, 
কমপ্লেক্সে মাদ্রাসার সঙ্গেই ছিল বাজার, সন্ত্রাসবাদীদের আবাসিকদের হোস্টেল, খেলাধুলার জায়গা, মাছের খামার এবং কৃষি খামার। 'সুফা অ্যাকাডেমি' নামে পুরুষ সন্ত্রাসীদের জন্য এখানে ছিল বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র। নারীদের জন্য ছিল আলাদা 'ইন্দোক্ট্রিনেশন সেন্টার। জিহাদি নেতারাও নিয়মিত প্রশিক্ষণ নিত এখানে। প্রতি বছরই হাজার হাজার ছাত্র আসত এখানে।

আরও পড়ুন: ৫০০০ কিমিও নস্যি! ব্যালিস্টিক হয়ে হাইপারসোনিক, জানুন ভারতের আগুনে মিসাইলভাণ্ডার...

 

ওসামা বিন লাদেন

আল-কায়েদা প্রধান এবং ৯/১১ হামলার মূল চক্রী ওসামা বিন লাদেনের টাকায় গড়ে উঠেছিল মুরিদ মারকাজ। কমপ্লেক্সের মধ্যে মসজিদ এবং গেস্ট হাউস নির্মাণের জন্য ১ কোটি টাকা দিয়েছিলেন তিনি। লশকর-ই-তইবার আদর্শে তৈরি হয়েছিল মুরিদ মারকাজ। তাদের যাবতীয় পরিকল্পনা ও কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মুরিদ মারকাজ। এই কেন্দ্র গুঁড়িয়ে সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক জিহাদি নেটওয়ার্কে বিরাট বার্তা দিল ভারত।

আরও পড়ুন: আটারির ওপার থেকে অতর্কিতে আক্রমণ, ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট হ্যাকড!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More