Home> দেশ
Advertisement

Jaipur News: প্রতারকের খপ্পরে প্রাক্তন কাস্টমস অফিসার, ফল কিনতে গিয়ে পিন চুরি! শেষে...

Jaipur News: ডিজিটাল লেনদেনে বিপদ। জয়পুরে ফলবিক্রেতার হাতে খুন প্রাক্তন কাস্টমস অফিসার! ফ্ল্যাটে মিলল দেহ। গ্রেফতার অভিযুক্ত।

Jaipur News: প্রতারকের খপ্পরে প্রাক্তন কাস্টমস অফিসার, ফল কিনতে গিয়ে পিন চুরি! শেষে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাইবার অপরাধের বলি প্রাক্তন কাস্টমস অফিসার। ফোন পে-র পিন চুরি করে ৩ লক্ষ টাকা হাতানোর পর খুন! ফল বিক্রেতাকে গ্রেফতার করল পুলিস। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে।

আরও পড়ুন:  Karnataka sex scandal Case: ক্ষমতা হারল বিচারের কাছে! যাবজ্জীবন এবার জেলেই পচবেন ধর্ষক প্রাক্তন MP...

ডিজিটাল লেনদেনে বিপদ। ফল কিনতে গিয়ে অ্যাকাউন্ট থেকে উধাও ৩ লক্ষ টাকা। শেষে খুন হয়ে গেলেন প্রাক্তন কাস্টমস অফিসার। নাম, ওমপ্রকাশ খোবার। জয়পুরের জগতপুরা এলাকায় ফ্ল্যাটে মিলল দেহ। প্রাথমিক তদন্তে বয়সজনিত কারণে স্বাভাবিক মৃত্যু বলেই মনে হয়েছিল পুলিস। মৃতের ঘাড়ের আঁচড়ে দাগ ও মোবাইলটি না মেলায় সন্দেহ হয় তদন্তকারীদের। শেষে ময়নাতদন্তের পর শ্বাসরোষ করে খুনের বিষয়টি সামনে আসে।

পুলিস সূত্রে খবর, ফ্ল্যাটে একাই থাকতেন ওমপ্রকাশ। ওই অ্যাপার্টমেন্টের বাইরে ফল বিক্রি করতেন অভিযুক্ত কমলেশ কুমার যাদব। মৃতের অ্য়াকাউন্ট থেকে ফলবিক্রেতার অ্য়াকাউন্টে যে টাকা পাঠানো হয়েছে, মোবাইলে লেনদেন সংক্রান্ত মেসেজ দেখেই তা স্পষ্ট হয়। বস্তুত,  সিসিটিভি ফুটেজে ঘটনার সময়ে কমলেশকে ফ্ল্যাটে থাকতে দেখা যায়। প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে পুলিস।

তদন্তে জানা দিয়েছে, ফল কেনার কমলেশকে ফোন পের মাধ্যমে টাকা দিয়েছিলেন ওমপ্রকাশ। অভিযোগ, পিন দেওয়ার সময়ে মোবাইলে ভিডিয়ো রেকর্ড করে রাখেন অভিযুক্ত। এরপর সেই পিন ব্যবহার করে মৃতের অ্য়াকাউন্ট থেকে অ্য়াকাউন্টে টাকা ঢোকাতে শুরু করে সে। এদিকে ফোনে মেসেজ দেখে বিষয়টি ধরে ফেলেন ওমপ্রকাশ। শেষে মুখ বন্ধ করে ফ্ল্য়াটে নিয়ে গিয়ে তাঁকে খুন করে ফলবিক্রেতাই। 

পুলিসে বিভ্রান্ত করার জন্য কমলেশ কিন্তু পালিয়ে যায়নি। বরং অন্য প্রতিবেশীদের সঙ্গে ঘটনাস্থলেই ছিল সে।  পুলিসের এক আধিকারিক বলেন,'ডিজিটাল ট্রেইলই তাকে পথ দেখিয়েছে। সে ভেবেছিল এখানে থাকলে তদন্তে বন্ধ হয়ে যাবে'। ওই অ্য়াপার্টমেন্টের সামনেই বেশ কয়েক বছর ধরেই ফল বিক্রি করত কমলেশ। অ্যাপার্টমেন্টের অনেকের সঙ্গে পরিচিতও হয়ে গিয়েছিল সে।

আরও পড়ুন:  Unpaid Intern Shamed: আনপেড ইন্টার্নশিপে জরুরি ছুটি নিয়ে বসের কটূক্তি! দেশের IT সংস্কৃতিকে তুলোধনা..

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More