Home> দেশ
Advertisement

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করল পুলিস

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করল পুলিস

ওয়েব ডেস্ক:  গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করল কর্ণাটক পুলিসের বিশেষ তদন্তকারী দল। গতমাসে বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে খুন হন সাংবাদিক গৌরী লঙ্কেশ।

গৌরীকে খুন করার আগে রেকি করেছিল এক আততায়ী। তার স্কেচও প্রকাশ করেছে পুলিস। পাশাপাশি রেকির ভিডিও প্রকাশ করা হয়েছে। সিটের প্রধান বি কে সিং বলেন,"এই ঘটনায় দুজন সন্দেহভাজন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে দুজন শিল্পী পৃথকভাবে স্কেচ এঁকেছেন। দুজনের স্কেচের মধ্যে মিল রয়েছে।" এরইসঙ্গে সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন তিনি। তাঁর কথায়, ''২০০ থেকে ২৫০ জনের কাছ থেকে তথ্য নিয়ে আমরা স্কেচ করেছি। সন্দেহভাজনদের খোঁজ পেতে আমরা স্কেচ প্রকাশ করছি।" 

লঙ্কেশ হত্যাকাণ্ডের পিছনে কোনও সংগঠন বা দলের হাত আছে কিনা, তা নিয়ে কিছু বলতে চাননি বিকে সিং। তাঁর কথায়,"তিলক বা কানের দুল দেখে আততায়ীদের পরিচয় জানা উচিত নয়। বিভ্রান্ত করতে তারা এটা করতে পারে।" গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে কাঠগড়ায় তোলা হয়েছিল সনাতন সংস্থা নামে একটি হিন্দুত্ববাদী সংগঠনকে। তবে সিট প্রধান সাফ জানিয়েছেন, এটা সংবাদ মাধ্যমের খবর। পুলিসের কাছে এধরণের কোনও তথ্য নেই।

আরও পড়ুন, নিজের বাড়িতেই আততায়ীর গুলিতে খুন প্রবীণ সাংবাদিক গৌরী লঙ্কেশ

Read More