জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাম পরিবর্তনের জোয়ার চলছেই। এবার বিহারে। বিহারের (Bihar) বিখ্যাত শহর গয়ার (Gaya) নাম এবারে পরিবর্তন করা হয়েছে। শহরটির নতুন নাম হল 'গয়াজি' (Gaya Jee)। এখন থেকে শহরটিকে এই নামেই ডাকতে হবে। শুক্রবার বিহারের মন্ত্রীসভা গয়ার এই নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
ঐতিহ্য-ইতিহাস-ধর্ম
গয়া বিহারের একটি অতি গুরুত্বপূর্ণ শহর। এই শহরের ধর্মীয় ঐতিহ্য খুবই সমৃদ্ধ। পাশাপাশি পর্যটনকেন্দ্র হিসেবেও এটি অত্যন্ত পরিচিত। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটকেরা আসেন। মানুষ মূলত তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পিণ্ডদান করতে গয়ায় আসেন।
পুরাণে গয়া
পুরাণ অনুযায়ী, ত্রেতা যুগে গয়াসুর নামের এক দৈত্যের নামে এই শহরের নাম গয়া রাখা হয়েছিল গয়া। বায়ুপুরাণ অনুসারে, বিষ্ণু তাঁর কঠিন তপস্যার পর গয়াসুরকে আশীর্বাদ করেছিলেন।
अब 'गया' नहीं, 'गया जी' कहिए!
— Sanjay Kumar Jha SanjayJhaBihar) May 16 2025
गया शहर के पौराणिक, ऐतिहासिक एवं धार्मिक महत्व को आधिकारिक रूप से सम्मान देते हुए, माननीय मुख्यमंत्री @NitishKumar जी की अध्यक्षता में राज्य मंत्रिमंडल ने आज 'गया' शहर का नाम 'गया जी' करने के प्रस्ताव को मंजूरी दे दी है।
'गया जी' की पावन भूमि पर… pic.twitter.com/y8pREDSTjA
বহুদিনের সাধ
গয়ার বিধায়ক এবং বিহারের সমবায় মন্ত্রী প্রেম কুমার জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে গয়ার নাম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছিলেন। স্থানীয় মানুষের আবেগকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তাই তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ২০২২ সালে গয়ার নাম পরিবর্তন করে গয়াজি রাখার প্রস্তাব স্থানীয় পৌরসভায় পাস হয়েছিল। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে নীতিশ কুমার গয়ার নাম পরিবর্তনের কাজটি সম্পন্ন করলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)