Home> দেশ
Advertisement

Gaya City Renamed: এবার থেকে পিণ্ডদানের জন্য আর যেতে হবে না গয়ায়, কারণ শহরটাই আর নেই...

Gaya Town in Bihar Renamed: বিহারের গয়ার নাম পরিবর্তন করা হল। নতুন নাম হল 'গয়াজি'। মন্ত্রিসভা এই নাম বদলে অনুমোদন দিয়েছে। গয়াবাসীর বহুদিনের আকাঙ্ক্ষা ছিল এই বদল।

Gaya City Renamed: এবার থেকে পিণ্ডদানের জন্য আর যেতে হবে না গয়ায়, কারণ শহরটাই আর নেই...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাম পরিবর্তনের জোয়ার চলছেই। এবার বিহারে। বিহারের (Bihar) বিখ্যাত শহর গয়ার (Gaya) নাম এবারে পরিবর্তন করা হয়েছে। শহরটির নতুন নাম হল 'গয়াজি' (Gaya Jee)। এখন থেকে শহরটিকে এই নামেই ডাকতে হবে। শুক্রবার বিহারের মন্ত্রীসভা গয়ার এই নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

আরও পড়ুন: UP Horror: হাড়হিম! পরকীয়া ও তীব্র যৌনলালসার বশে প্রেমিককে সঙ্গে নিয়েই প্রাক্তন সেনাকর্মী স্বামীকে নৃশংস খুন! কুয়োর জলে ধড়! কিন্তু মুন্ডু?

আরও পড়ুন: Baba Vanga on Silent killer: এখনই সতর্ক না হলে সমূহ বিপদ! পরমাণু বোমা নয়, এতেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী-সমাজ-সভ্যতা-মানুষ...

ঐতিহ্য-ইতিহাস-ধর্ম

গয়া বিহারের একটি অতি গুরুত্বপূর্ণ শহর। এই শহরের ধর্মীয় ঐতিহ্য খুবই সমৃদ্ধ। পাশাপাশি পর্যটনকেন্দ্র হিসেবেও এটি অত্যন্ত পরিচিত। এখানে প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটকেরা আসেন। মানুষ মূলত তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পিণ্ডদান করতে গয়ায় আসেন।

পুরাণে গয়া

পুরাণ অনুযায়ী, ত্রেতা যুগে গয়াসুর নামের এক দৈত্যের নামে এই শহরের নাম গয়া রাখা হয়েছিল গয়া। বায়ুপুরাণ অনুসারে, বিষ্ণু তাঁর কঠিন তপস্যার পর গয়াসুরকে আশীর্বাদ করেছিলেন।

বহুদিনের সাধ

গয়ার বিধায়ক এবং বিহারের সমবায় মন্ত্রী প্রেম কুমার জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে গয়ার নাম পরিবর্তনের চেষ্টা চালাচ্ছিলেন। স্থানীয় মানুষের আবেগকে সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তাই তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ২০২২ সালে গয়ার নাম পরিবর্তন করে গয়াজি রাখার প্রস্তাব স্থানীয় পৌরসভায় পাস হয়েছিল। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে নীতিশ কুমার গয়ার নাম পরিবর্তনের কাজটি সম্পন্ন করলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More