Home> দেশ
Advertisement

১৫ বছরের কিশোরীকে ধর্ষণ, গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা, ICU-তে দশম শ্রেণীর ছাত্রী

১৫ বছরের কিশোরীকে ধর্ষণ, গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা, ICU-তে দশম শ্রেণীর ছাত্রী


ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসেই আরও এক নারকীয় ঘটনার সাক্ষী থাকল বিশ্ব। দিল্লির নির্ভয়াকাণ্ড যে ভীতি মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল তা কাটিয়ে উঠতে না উঠতেই আরওনৃশংসতার ছবি উঠে আসছে মেট্রো শহর গুলিতে। কলকাতার পার্কস্ট্রীট থেকে দিল্লি, নয়ডা, গুরগাঁও ধর্ষণের থেকেও পাশবিক অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে। সোমবার রাতে এক ১৫ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ২০ বছরের এক যুবকের বিরুদ্ধে।

দশম শ্রেণীতে পড়ে ওই কিশোরী। ধর্ষণের পর তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কিশোরীর দেহের ৯০ শতাংশই জ্বলে গিয়েছে। ওই ছাত্রী এখন ICU-তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

"প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী ছেলেটি জোর করে ঘরে ঢুকে পড়ে, ধর্ষণ করার পর সে কিশোরীর শরীরে আগুন লাগিয়ে দেয়", মন্তব্য এক পুলিস আধিকারিকের। তদন্তে পুলিস।

Read More