জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চরম ন্যক্কারজনক! চরম নারকীয়! এইচআইভি আক্রান্ত নাবালিকাকে ধর্ষণ। ধর্ষণ হোমেই। এইচআইভি আক্রান্তদের জন্য যে হোম, সেই হোমেই ধর্ষণ ১৬ বছরের নাবালিকাকে। ধর্ষণের জেরে ওই নাবালিকা গর্ভবর্তী হয়ে পড়লে, তাকে জোর করে বাধ্য করা হয় গর্ভপাতেও। ভয়ংকর এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মহারাষ্ট্রের লাতুরে একটি শিশু আশ্রয়কেন্দ্রে।
অভিযোগ, সেবালয় নামে ওই শিশু আশ্রয়কেন্দ্রে ২০২৩-এর ১৩ জুলাই থেকে চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত, নাগাড়ে ২ বছর ধরে এইচআইভি আক্রান্ত ওই নাবালিকাকে ধর্ষণ করে হোমেরই এক কর্মী। নির্যাতিতা কিশোরীর অভিযোগ, এই ২ বছরে তাঁকে ৪ বার ধর্ষণ করে অভিযুক্ত। এর জেরে সে অসুস্থ হয়ে পড়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় যে সে ৪ মাসের গর্ভবতী। এরপর অভিযুক্ত ব্যক্তি একজন ডাক্তারকে ডেকে আনেন। সেই ডাক্তার জোর করে তার গর্ভপাত করান। এমনকি একথা বাইরে কাউকে না বলার জন্য তাকে হুমকিও দেওয়া হয়।
জানা গিয়েছে, এরপর ওই কিশোরী হোমের কর্মকর্তাদের উদ্দেশে একটি চিঠি লিখে অভিযোগ বাক্সে ফেলে দেয়। কিন্তু কর্তৃপক্ষ তাকে কোনও সাহায্য তো করেইনি, বরং চিঠিটি ছিঁড়ে ফেলে দেয়। সেবালয়, যার স্লোগান "শিশুদের সুখী বাড়ি", সেখানে ২৩ জন ছেলে ও ৭ জন মেয়ে থাকে। যাদের সকলেই এইচআইভি সংক্রামিত। শেষে ওই কিশোরী কোনওভাবে পুলিসের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয়। তারপরই এই ঘটনায় সেবালয়ের প্রতিষ্ঠাতা রবি বাপাটলে, সুপারিনটেনডেন্ট রচনা বাপটলে এবং কর্মচারী অমিত মহামুনি ও পূজা ওয়াঘমারেকে গ্রেফতার করেছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)