Home> দেশ
Advertisement

Uttar Pradesh Bombing: প্রতিবেশীদের ভয়ে কথা বলা বন্ধ করেছিল বান্ধবী, ভয়ংকর কাণ্ড করে বসল যুবক...

Uttar Pradesh Bombing:পুলিসে এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজ দেখে বাইকের নম্বর ট্রেস করে। তারপর ওই ৩ যুবককে গ্রেফতার করে

Uttar Pradesh Bombing: প্রতিবেশীদের ভয়ে কথা বলা বন্ধ করেছিল বান্ধবী, ভয়ংকর কাণ্ড করে বসল যুবক...

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাটরা এলাকার ঘটনা। গভীর রাতে একের পর এক বোমার শব্দে কেঁপে উঠল পাড়া। এলাকার বাসিন্দা অশোক সাহুর বাড়ির সামনে বিকট শব্দে ওই বোমা বিস্ফোরণ করা হয়। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। পুলিস অনেক কাটখড় পুড়িয়ে বোমবাজ-সহ ৩ বাইক আরোহী যুবককে গ্রেফতার করেছে। তাদের কাছে ওই কাণ্ড ঘটনার কারণ শুনে থ পুলিস।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে ২ যুবক বাইকে নিয়ে এগিয়ে যাচ্ছে। পেছনে দৌড়চ্ছে এক যুবক। সেই যুবকই একের পর এক দেশি বোমা ছুড়ে চলেছে একটি বাড়ি লক্ষ্য় করে। বিকট শব্দে কেঁপে উঠছে এলাকা। বোমা ছুড়েই বাইকে চড়ে পালিয়ে যায় যুবক। পরে পুলিসে এলাকার বিভিন্ন সিসিটিভির ফুটেজ দেখে বাইকের নম্বর ট্রেস করে। তারপর ওই ৩ যুবককে গ্রেফতার করে।

আরও পড়ুন-ইতিহাসের ভয়ংকরতম তুষারধসে মৃত্যু প্রায় ৮০ হাজার, গৃহহীন লক্ষ-লক্ষ! কোথায় ঘটল ভয়ংকর এই বিপর্যয়?

আসলে গল্পটা কী? কেন এমন করল ওই যুবক? পুলিসকে সে জানিয়েছে, যে অশোক সাহুর বাড়ির সামনে বোমা ফেলা হয়েছে সেই অশোকের সঙ্গে তার কোনও শত্রুতা নেই। ওই পাড়ায় থাকে তার বান্ধবী। সম্প্রতি সে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। বন্ধাবীর দাবি, পাড়ার লোকজন তার সঙ্গে তার কথা বলার বিরোধী। এনিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। ওই কথা শুনে বন্ধবীকে সে আগেই জানিয়েছিল কথা না বললে গোটা পাড়া বোমা মেরে জ্বালিয়ে দেবে। এতে পাড়ার লোকের ভয় হবে। আর যোগাযোগে বাধা হবে না। বাস্তবত সেটাই করেছে ওই যুবক।

আরও পড়ুন-'দিদি যখন লন্ডন গিয়েছেন, তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে'! কী খবর? বিস্ফোরক যা বললেন রচনা...

পুলিস জানিয়েছে ঘটনার সময় সবাই মদ খেয়েছিল। অশোক সাহুর সঙ্গে তার কোনও রাগ নেই। সে ওই কাজ করেছে যাতে তার বান্ধবী তার সঙ্গে ফের কথা বলা শুরু করে। অভিযুক্ত যুবক প্রায়ই ওই পাড়ায় য়াতায়ত করত তার বন্ধবীর সঙ্গে দেখা করার জন্য। তাতেই বাধা হয়ে দাঁড়িয়েছিল পাড়ার লোকজন। তাই রাগের বশে সে ওই কাজ করেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More