জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরুর একের পর এক ঘটনা চমকে দিচ্ছে। এদিন ব়্যাপিডো বাইকে (Rapido) চড়েছিলেন মহিলা আরোহী। কিন্তু, মাঝরাস্তায় বেপরোয়া বাইক চালানো নিয়ে চালকের সঙ্গে ওই আরোহীন তীব্র বাদানুবাদ হয়। যা মাঝপথে বদলে যায় ধাক্কাধাক্কি, হাতাহাতিতে৷ শেষে সপাটে একটা চড়৷ চালকের মারে রাস্তায় পড়ে গেলেন তরুণী। বেঙ্গালুরুর (Bengaluru Viral Video) এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সুমন এস কর্ণাটকের বেঙ্গালুরুর বাসিন্দা৷ র্যাপিডোর বাইক চালান৷ অ্যাপের মাধ্যমে তাঁর বাইকে সফর বুক করেছিলেন গয়নার দোকানে কাজ করা এক মহিলা৷ অভিযোগ, ওই বাইক আরোহী বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। বারবার বারণ করা সত্ত্বেও কথা শোনেননি ওই চালক। এরপর ওই মহিলা মাঝপথে গাড়ি থেকে নেমে পড়েন। মহিলা কেবল ইংরেজিতে কথা বলতে থাকেন। আর যিনি বাইক চালক তিনি কথা বলতে থাকেন কন্নড় ভাষায়।
Bengaluru @rapidobikeapp bike rider slaps customer as she allegedly questions him over rash driving and jumping signal
— nikesh singh (@nikeshs86) June 16, 2025
Lady falls to the ground after Rapido rider slaps her hard pic.twitter.com/eM4aec1NzW
মহিলা ভাড়া দিতে এবং হেলমেট ফিরিয়ে দিতে অস্বীকার করেছেন বলে অভিযোগ। মহিলা সুমনকে আগে থেকে থাপ্পড় মেরেছেন বলেও অভিযোগ আসে। তারপরে ড্রাইভারকে তাকে চড় মারতে দেখা গেল, যা মাটিতে ফেলে দিয়েছে। যদিও সিসিটিভিতে দেখা গিয়েছে মহিলাই আগেই চড় কষিয়েছেন ড্রাইভারকে। ইতোমধ্যেই সুমনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পুলিস মামলা দায়ের করা হয়েছে।
মহিলার অভিযোগ ড্রাইভার তাকে বলেন, নিজের দেশে ফিরে যান। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মহিলা বলেন, "এই কন্নড়দের ভাষার সমস্যা রয়েছে। আমি তার সঙ্গে লড়াই করতে চাইনি। সূত্রের খবর, পুলিস মহিলাকে বাইক চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলে। কিন্তু তিনি আর বিষয়টি নিয়ে এগোতে চাননি।
আরও পড়ুন, UPI transactions faster: এখনই জাস্ট বদলে গেল PhonePe, Google Pay, Paytm! জীবনে বড় প্রভাব...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)