Home> দেশ
Advertisement

অপমানিত স্ত্রীর চোখের জল মোছাতে আস্ত একটা কুয়ো খোঁড়ার বাস্তব গল্প

প্রেমিকার জন্য পৃথিবী তন্নতন্ন করে একশআটটি  নীলপদ্ম খুঁজে আনার রোমান্টিসিজম নয়। বাস্তবের মাটিতে ভালোবাসার মানুষটির জন্য লড়াইয়ের গল্প। অপমানিত  স্ত্রীর  চোখের জল মোছাতে আস্ত একটা কুয়ো খোঁড়ার গল্প। গল্পটা মহারাষ্ট্রের কলম্বেশ্বের এক অন্তজ মানুষ বাপুরাওয়ের । শুধুমাত্র  স্ত্রীর  জন্য নিজে হাতে কুয়ো খুঁড়েছেন। স্ত্রী সঙ্গীতা জল আনতে গিয়েছিলেন গ্রামের কুয়োয়। দলিত বলে অপমান করে জল নিতে দেননি গ্রামের উচ্চ বর্ণের বাসিন্দারা। সেই দিনই  স্ত্রীর জন্য একটা কুয়ো খোঁড়ার  প্রতিজ্ঞা করেন। কিছু দিনের মধ্যে খুঁড়েও ফেলেন। সেই কুয়োতে এখন শুধু তাঁর  স্ত্রী নয়, গ্রামের সব  দলিত মানুষই সম্মানের  সঙ্গে জল নিচ্ছেন । সবাই বলছেন বাবুরাও  কলম্বেশ্বরের  শাজাহান।  সঙ্গীতার চোখে এখনও জল তবে এখন আনন্দের।

অপমানিত স্ত্রীর চোখের জল মোছাতে আস্ত একটা কুয়ো খোঁড়ার বাস্তব গল্প

ওয়েব ডেস্ক: প্রেমিকার জন্য পৃথিবী তন্নতন্ন করে একশআটটি  নীলপদ্ম খুঁজে আনার রোমান্টিসিজম নয়। বাস্তবের মাটিতে ভালোবাসার মানুষটির জন্য লড়াইয়ের গল্প। অপমানিত  স্ত্রীর  চোখের জল মোছাতে আস্ত একটা কুয়ো খোঁড়ার গল্প। গল্পটা মহারাষ্ট্রের কলম্বেশ্বের এক অন্তজ মানুষ বাপুরাওয়ের । শুধুমাত্র  স্ত্রীর  জন্য নিজে হাতে কুয়ো খুঁড়েছেন। স্ত্রী সঙ্গীতা জল আনতে গিয়েছিলেন গ্রামের কুয়োয়। দলিত বলে অপমান করে জল নিতে দেননি গ্রামের উচ্চ বর্ণের বাসিন্দারা। সেই দিনই  স্ত্রীর জন্য একটা কুয়ো খোঁড়ার  প্রতিজ্ঞা করেন। কিছু দিনের মধ্যে খুঁড়েও ফেলেন। সেই কুয়োতে এখন শুধু তাঁর  স্ত্রী নয়, গ্রামের সব  দলিত মানুষই সম্মানের  সঙ্গে জল নিচ্ছেন । সবাই বলছেন বাবুরাও  কলম্বেশ্বরের  শাজাহান।  সঙ্গীতার চোখে এখনও জল তবে এখন আনন্দের।

Read More