Home> দেশ
Advertisement

নগদে সোনার গয়না কেনায় কমছে কর!

নগদ টাকায় সোনার গয়না কেনার ক্ষেত্রে কমছে কর। ১ শতাংশ হারে অতিরিক্ত করের যে প্রস্তাব ২৯ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে অরুণ জেটলি দিয়েছিলেন, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামিকাল থেকেই নতুন এই সিদ্ধান্ত লাঘু হবে।

নগদে সোনার গয়না কেনায় কমছে কর!

ওয়েব ডেস্ক : নগদ টাকায় সোনার গয়না কেনার ক্ষেত্রে কমছে কর। ১ শতাংশ হারে অতিরিক্ত করের যে প্রস্তাব ২৯ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে অরুণ জেটলি দিয়েছিলেন, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামিকাল থেকেই নতুন এই সিদ্ধান্ত লাঘু হবে।

চলতি বছরের বাজেটে নগদে সোনার গয়না কেনার ক্ষেত্রে ১ শতাংশ হারে অতিরিক্ত আবগারি শুল্ক বসানো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের পরই দেশজুড়ে ব্যবসায়ী ও স্বর্ণকাররা প্রতিবাদে ফেটে পড়েন। ধর্মঘটের পথে হাঁটের তাঁরা। ২ মার্চ থেকে শুরু হয় লাগাতার ধর্মঘট। বর্তমানে সোনা আমদানি ক্ষেত্রে ১০ শতাংশ হারে আবগারি শুল্ক দিতে হয়। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সোনা কেনা হয় ভারতে। বছরে প্রায় ৯০০ টন সোনা আমদানি করা হয়।

Read More