জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেজি বেসিন এলাকায় অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলন! মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে এবার ২৫ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক।
ঘটনার সূত্রপাত ২০০৩ সালে। সে বছর কেজি বেসিন এলাকার ONGC-র ব্লক থেকে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের অভিযোগ ওঠে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে। মামলা গড়ায় দিল্লি হাইকোর্টে। কিন্তু রিলায়েন্সের পক্ষেই রায় দেন সিঙ্গল বেঞ্চ। সেই রায় খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পাতিল ও সৌরভ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ। কবে? ১৪ ফ্রেরুয়ারি।
দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, রিলায়েন্স ইন্ড্রাস্টিজের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ সুদ-সহ ২০ হাজার কোটি থেকে ২৫ হাজার কোটি টাকা আদায় করতে পারবে ONGC। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলায় সিঙ্গল বেঞ্চ ও ট্রাইবুন্যালের নির্দেশ আইনের পরিপন্থী। আদালতের সেই নির্দেশের পরই মুকেশ আম্বানির সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণ চাইল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)