Home> দেশ
Advertisement

Groom Death: ঘোড়ার পিঠেই ঢলে পড়ল বর, মুহূর্তে থেমে গেল সানাই-নাচগান, তারপর...

Groom Death: বরযাত্রীরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিত্সকেরা জানিয়ে দেন অনেক আগেই মৃত্য়ু হয়েছে প্রদীপের

Groom Death: ঘোড়ার পিঠেই ঢলে পড়ল বর, মুহূর্তে থেমে গেল সানাই-নাচগান, তারপর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে বাড়িতে বরযাত্রী নাচতে নাচতে ঢুকছিল মন্ডপে। ঘোড়ার পিঠে বসে বর হাসতে হাসতে তা উপভোগও করছিলেন। আচমকাই ঘোড়ার পিঠেই সামনের দিকে ঢলে পড়ল ২৬ বছর বয়সী বর। কয়েকজন তাকে ধরতেই তাদের কাঁধেই নিথর হয়ে গেল গোটা শরীরটা। মুহূর্তে থেমে গেল সানাই, নাচগান, হইচই। ঘটনাস্থলেই মৃত্যু হল প্রদীপ জাট নামে ওই তরুণের। শনিবার ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের সিওরপুর জেলায়।

আরও পড়ুন-নার্ভের জটিল রোগে আক্রান্ত ২ শিশুর চিকিৎসা-দায়িত্ব কাঁধে তুলে নিলেন স্বয়ং অভিষেক, পাঠালেন বেঙ্গালুরু

মর্মান্তিক ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিয়ের পোশাক পরে ঘোড়ার পিঠে বসে রয়েছেন প্রদীপ। বরযাত্রী-সহ তারা এগিয়ে চলেছেন বিয়েবাড়ির মন্ডপের দিকে। আচমকাই প্রদীপ ঝুঁকে পড়েন সামনের দিকে। জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে ধরে ফেলেন ঘোড়ার পাশে থাকা বরযাত্রীরা। সেখানেই তার মৃত্যু হয়।

জেলা কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি ছিলেন প্রদীপ জাট। বরযাত্রীরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিত্সকেরা জানিয়ে দেন অনেক আগেই মৃত্য়ু হয়েছে প্রদীপের।

প্রায় এক সপ্তাহ আগে এরকমই একটি ঘটনা ঘটে। বিদিশা জেলার এক বিয়ে বাড়িতে নাচছিলেন ২৩ বছরের পরিনীতা জৈন। নাচতে নাচতেই তাঁর হার্ট অ্যাটাক হয়ে যায়। মঞ্চেই পড়ে যান পরিনীতা। সেখানেই তাঁর মৃত্য়ু হয়। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More