Home> দেশ
Advertisement

ভারতের সর্ববৃহৎ রকেট GSLV Mark III-র পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ

সফল উৎক্ষেপণ হল ইসরোর নয়া রকেট GSLV III-র। ইসরোর প্রধান ডঃ কে রাধজাকৃষ্ণান জানিয়েছেন আজ ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন।

ভারতের সর্ববৃহৎ রকেট GSLV Mark III-র পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ

ওয়েব ডেস্ক: সফল উৎক্ষেপণ হল ইসরোর নয়া রকেট GSLV III-র। ইসরোর প্রধান ডঃ কে রাধজাকৃষ্ণান জানিয়েছেন আজ ভারতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন।

কেয়ার মড্যুউলের প্রধান প্যারাসুট সফলভাবে স্থাপন করা গেছে বলে ইসরো সূত্রে জানা গেছে।

শ্রীহরিকোটা থেকে আজ সকাল ৯টা ৩০মিনিটে এখনও পর্যন্ত ভারতের সর্ববৃহৎ রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। ৬৩০ টনের ত্রিস্তরীয় এই রকেটে রয়েছে পরীক্ষামূলক ক্রিউ মডেল। এই রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে মহাকাশচারী পাঠানোর দিকে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল ইসরো। এই ক্রিউ মডেলে একসঙ্গে ২-৩ জন মহাকাশচারী যাত্রা করতে পারেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রকেটের সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানিয়েছেন।

 

Read More