Home> দেশ
Advertisement

Ahmedabad Plane Crash updates: আমদাবাদে মৃত্যুমিছিল, ঝলসানো দেহ চিনতে পরিজনদের DNA পরীক্ষার সিদ্ধান্ত..

Ahmedabad Plane Crash updates: বিমান দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের বাবা-মা, ভাই বোনদের রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে আমদাবাদের বিজে হাসপাতালে।  মৃতদের DNA পরীক্ষার কাজও চলছে। 

Ahmedabad Plane Crash updates: আমদাবাদে মৃত্যুমিছিল, ঝলসানো দেহ চিনতে পরিজনদের DNA পরীক্ষার সিদ্ধান্ত..

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঁচে ফিরেছেন মাত্র একজন। বাকি ২৪১ জনই মৃত! কিন্তু লাশ যে চেনাই যাচ্ছে না! আমদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতদের শনাক্ত করতে পরিবারের কাছে ডিএনএ নমুনা চাইল গুজরাত প্রশাসন। আমদাবাদের বিজে হাসপাতালে ডিএনএ নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে।

আরও পড়ুন:  WATCH: অভিশপ্ত ওই ড্রিমলাইনারেই ছিলেন আকাশ, ভিডিয়োও করেন তাঁর যাত্রার! দেখুন, কেমন ছিল হতভাগ্য বিমানের অন্দর...শেষ ছবি...

আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যুমিছিল। চারিদিকে ঝলসানো দেহের স্তুপ! দেহ নয়, পড়ে রয়েছে দেহাংশ। কিন্তু তাও এতই ক্ষতবিক্ষত যে, চেনাই যাচ্ছে না। DNA পরীক্ষা ছাড়া মৃতদের শনাক্ত করা সম্ভব নয়। বিমান দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের বাবা-মা, ভাই বোনদের রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে আমদাবাদের বিজে হাসপাতালে। এরপর সেই রক্তের নমুনা থেকে ডিএনএ পরীক্ষার জন্য় পাঠানো হবে গান্ধীনগরের ফরেনসিক ল্যাবে। মৃতদের DNA পরীক্ষার কাজও চলছে। গান্ধীনগরের ফরেনসিক ল্যাব থেকে রিপোর্ট এলে, দুটি DNA মিলিয়ে মৃতদের শনাক্ত করা হবে এবং দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

ঘড়িতে তখন  ১ টা বেজে ১৭ মিনিট। আজ, বৃহস্পতিবার দুপুরে আমদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমান। ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনে যাচ্ছিল বিমানটি। সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছিল, বিমানের কোনও যাত্রীই আর বেঁচে নেই।  ওই বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। তাঁরও মৃত্যু হয়েছে। কিন্তু পরে অবিশ্বাস্যভাবে বেঁচে যান একজন।

আরও পড়ুন:  Boeing 787 Dreamliner Safety: ড্রিমলাইনারে গলদ, অনেক আগেই ধরেছিলেন বোয়িংয়ের কর্তা! বলেছিলেন, তৈরি বন্ধ করুন...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More