Home> দেশ
Advertisement

সেতু ভাঙা, জীবন বাজি রেখে পারাপার! দেখুন ভিডিও

গ্রামবাসীরা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘ওই সেতুটি দিতে পারাপার না করলে আমাদের ১০ কিলোমিটার ঘুরে ‌যেতে হবে।’

সেতু ভাঙা, জীবন বাজি রেখে পারাপার! দেখুন ভিডিও

নিজস্ব প্রতিবেদন: সেতু ভেঙেছে ২ মাস আগে। প্রশাসনের নজরে থাকলেও কোনও ব্যবস্থা হয়নি। সেই ভাঙা সেতু পার করতে জীবন বাজি রাখতে হচ্ছে স্কুল পড়ুয়া-সহ এলাকার মানুষজনদের। গুজরাটের খেড়ার এই দৃশ্য এখন 'স্বাভাবিক'।

আরও পড়ুন-প্ল্যান বাংলা! 'ঐতিহাসিক' সিদ্ধান্ত মোদী-শাহ’র

সেতু ভাঙার পর এলাকার মানুষ প্রশাসনের কাছে দীর্ঘদিন আবেদনের করে চলেছেন যাতে সেতুটি দ্রুত তৈরি করা হয়। কিন্তু নাইকা ও বেরাই গ্রামের সংযোগকারী সেতুটি সেই আগের অবস্থাতেই রয়ে গিয়েছে। এ বিষয়ে কারও কোনও হেলদোল নেই।

#WATCH: School children crossing a bridge between Naika & Bherai village of Kheda district. The bridge broke down 2 months ago. #Gujarat pic.twitter.com/7ToM5W783I

আরও পড়ুন-আগামী তিন মাসের জন্য রুট বদল বেশ কিছু বাস-মিনিবাসের!

গ্রামবাসীরা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘ওই সেতুটি দিয়ে পারাপার না করলে আমাদের ১০ কিলোমিটার ঘুরে যেতে হবে। সেতুটি যখন ছিল তখন মাত্র ১ কিলোমিটার রাস্তা ‌যেতে হতো।’ এদিকে খেড়ার জেলাশাসক আই কে প্যটেল সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘সেতুটি তৈরির কাজ খুব শীঘ্রই শুরু হবে। বৃষ্টি জন্য কাজ শুরু করা যায়নি।

 

Read More