ওয়েব ডেস্ক : শ্রীনগরের DPS স্কুলে গা ঢাকা দেওয়া ২ জঙ্গির সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই চলছে। গতকাল পান্থচকে CRPF-এর গাড়িতে হামলা চালানোর পর ২ জঙ্গি স্কুল বিল্ডিংয়ে ঢুকে পড়ে। স্কুলের মধ্যে থেকে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে গুলি করছে জঙ্গিরা।
আরও পড়ুন- শ্রীনগরে ফের সন্ত্রাসবাদী হামলা, মৃত ২ CRPF জওয়ান
২ জঙ্গি ঠিক কোথায় লুকিয়ে রয়েছে, তা জানতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। গতকাল টহল দেওয়ার পর জঙ্গি হামলার শিকার হন এক জওয়ান। আহত হন ২জন। CRPF ভ্যান লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দলে ছিল ৪ থেকে ৫ জন জঙ্গি। সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে ভারতীয় সেনা।