Home> দেশ
Advertisement

Gurugram Shocker: হাড়হিম হরিয়ানা! বাড়ি থেকে ৭ লাখ নিয়ে বেরন যুবক... সেই রাতেই 'লিভ-ইন পার্টনার' প্রেমিকা...

Gurugram Youth killed by live in partner: এক বছরেরও বেশি সময় ধরে হরিশ দিল্লির অশোক বিহারের বাসিন্দা ২৭ বছর বয়সী যশমিত কৌরের সঙ্গে গুরুগ্রামের ডিএলএফ ফেজ-৩-তে একসঙ্গে থাকছিলেন। রিশের ভাগ্নে ভরত জানিয়েছেন, ঘটনার দিন কাকা চাকরির জায়গা থেকে ফরিদাবাদে তাঁর বাড়িতে ফিরেছিলেন। 

Gurugram Shocker: হাড়হিম হরিয়ানা! বাড়ি থেকে ৭ লাখ নিয়ে বেরন যুবক... সেই রাতেই 'লিভ-ইন পার্টনার' প্রেমিকা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম হরিয়ানা! লিভ-ইন পার্টনারের হাতে খুন এক যুবক। ৭ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বেরনোর কয়েক ঘণ্টা পরই লিভ-ইন পার্টনারের হাতে নৃশংস খুন যুবক! ছুরির একের পর এক কোপে ওই যুবককে খুন করেন তাঁর 'লিভ-ইন পার্টনার' প্রেমিকা।

জানা গিয়েছে, ওই যুবক বিবাহিত ছিলেন। তাঁর সন্তানও রয়েছে। তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা করে নিয়েই বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল 'লিভ-ইন পার্টনার' প্রেমিকার সঙ্গে। সম্পর্কের সেই টানাপোড়েনের জেরেই  খুন বলে পুলিসের প্রাথমিকভাবে অনুমান। মৃতের নাম হরিশ। গুরুগ্রামের বালিয়াবাসের বাসিন্দা ছিলেন ৪২ বছর বয়সী হরিশ। এক বছরেরও বেশি সময় ধরে হরিশ দিল্লির অশোক বিহারের বাসিন্দা ২৭ বছর বয়সী যশমিত কৌরের সঙ্গে গুরুগ্রামের ডিএলএফ ফেজ-৩-তে একসঙ্গে থাকছিলেন।

কিন্তু সম্প্রতি তাঁদের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয় হরিশের তাঁর স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করা নিয়ে। সেই ঝগড়ার সময়ই যশমিত কৌর হরিশের উপর তাঁর ছুরি নিয়ে চড়াও হন বলে অভিযোগ। ছুরির আঘাতে গুরুতর জখম হন হরিশ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। হরিশের ভাগ্নে ভরত জানিয়েছেন, ঘটনার দিন কাকা চাকরির জায়গা থেকে ফরিদাবাদে তাঁর বাড়িতে ফিরেছিলেন। বাড়ি থেকে ৭ লক্ষ টাকা নিয়ে বেরিয়ে যান। রাত ১০টার দিকে কাকা হরিশ তাঁকে ফোন করে খাবারের অর্ডার দিতে ও তার জন্য টাকা পাঠাতে নির্দেশ দেন।

এরপরই পরদিন সকালে যশমিত কৌর তাঁকে ফোনে জানান যে তাঁর কাকা হরিশ মারা গিয়েছেন। এই ঘটনায় পুলিস যশমিত কৌরকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করেছে খুনে ব্যবহৃত ছুরিটি। হরিশের বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। খুনের আগের রাতেই কেন হরিশ বাড়ি থেকে ৭ লক্ষ টাকা নিয়ে বেরন, তাও জানার চেষ্টা করছে পুলিস।

আরও পড়ুন, UP siblings 22 page note: 'আমরা বাবা ডাকি, তোমার পছন্দ নয়, আমাদের মৃতদেহও ছুঁয়ো না...' ২২ পাতার বিস্ফোরক চিঠি ভাইবোনের! সব টাকা বন্ধুকে...

আরও পড়ুন, Shibu Soren: ম্যাট্রিক পাশ শিবু সোরেনের মোট সম্পত্তি ৭ কোটি ছাড়িয়ে... বাড়িই ৫ কোটির! সেভিংসে আছে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More