জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুলাঙ্গার বললেও কম বলা হয়। গুয়াহাটিতে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখান দেখা যাচ্ছে নিজের মাকেই লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে ছেলে। আর ওই বৃদ্ধা হাত জোড় করে ছেলের কাছে প্রাণ ভিক্ষা চাইছে। প্রতিবেশীর তোলা ওই ভিডিয়ো সোস্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল হয়ে যায়। দাবি ওঠে বৃদ্ধার ছেলেকে গ্রেফতার করতে হবে। শেষপর্যন্ত ওই যুবককে গ্রেফতার করল পুলিস। উল্লেখ্য, ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।
আরও পড়ুন-কত টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন ৪ শিক্ষক? কার কাছে যায় সব টাকা?
গ্রেফতার হওয়া ওই যুবকের নাম সামাজ্যোতি ভারালি। ভিডিয়োতে দেখা দিয়েছে সামাজ্যোতি শুধু মাকে লাঠি দিয়ে মারধর করেই ক্ষান্ত হয়নি। গরম জল এনে মায়ের গায়ে ঢেলে দিচ্ছে সে। প্রতিবেশীদের দাবি, কখনও উঠনে খুঁটির সঙ্গে, কখনও একটি ছোট্ট ঘরে প্রবল গরমে আটকে রাখা হত ওই বৃদ্ধাকে। জেলা শাসকের অফিসের কাছেই দিনের পর দিন ধরে চলছিল ওই অমানুষিক অত্য়াচার। এক প্রতিবেশী ওই অত্যাচারের ভিডিয়ো তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে।
কী কারণে ওই অত্যাচার তা নিয়ে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, পুলিস সূত্রে খবর, সোমবার রাত বারোটার পর সামাজ্যোতিকে ছেড়ে দিয়েছে পুলিস। সামাজ্যোতির বাবা দাবি করেছেন তাঁর ছেলে নিরাপরাধ। তাই তাকে ছেড়ে দিয়েছে পুলিস।