ওয়েব ডেস্ক: আজ সোনিয়া গান্ধীর ৭০তম জন্মদিন। সেই উপলক্ষে কংগ্রেস সভানেত্রীর বড়বড় পোস্টার আর কাটআউটে সেজেছে ১০ জনপথ। চারিদিকে সাজোসাজো রব। তাঁকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে সোনিয়া গান্ধীর বাসভবনে দলীয় নেতা-মন্ত্রীদের ভিড়। ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলামনবি আজাদ, লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সহ আরও অনেকে।
আরও পড়ুন জানেন জয়ললিতার মৃত্যুর পর কত জন আত্মহত্যা করেছেন?
শুধু সামনা সামনি শুভেচ্ছা জানানোই নয়, যে যেখান থেকে পারছেন, সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা পাঠাচ্ছেন কংগ্রেস সভানেত্রীকে। টুইটারে UPA চেয়ারপার্সনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন জানেন আমাদের দেশে কত মানুষ সড়ক পথ দুর্ঘটনায় মারা যায়?