Home> দেশ
Advertisement

Haryana Shocker: লজ্জাশরমের মাথা খেয়ে তাঁর সামনেই বারবার প্রেমিকের ডাকে উদ্দাম শরীরী সাড়া! সইতে না পেরে স্বামী নিজেকে...

Hariyana Shocker:  'বাবাকে খুন করতে পারব না, নিজেকেই শেষ করে দিচ্ছি'। গাছে মিলল স্বামীর ঝুলন্ত দেহ।  মৃত্যুর আগে একটি ভিডিয়োতে স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করে গেলেন তিনি। মর্মান্তিক ঘটনা হরিয়ানা রোহতকে।

Haryana Shocker: লজ্জাশরমের মাথা খেয়ে তাঁর সামনেই বারবার প্রেমিকের ডাকে উদ্দাম শরীরী সাড়া! সইতে না পেরে স্বামী নিজেকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বাবাকে খুন করতে পারব না, নিজেকেই শেষ করে দিচ্ছি'।  স্ত্রীর অত্য়াচারে আত্মঘাতী স্বামী। স্রেফ উত্যক্ত করার জন্য়ই  তাঁর সামনেই নাকি প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হতেন স্ত্রী! এমনকী, পুলিস প্রেমিকের প্রোমোশনের বাবাকে খুন করে জমি বিক্রির জন্য স্বামীকে চাপ দিতেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে।

আরও পড়ুন: Wife Killed Husband: স্ত্রী-শাশুড়ির একই প্রেমিক! ২০০০-এর বেশি ফোন! বিয়ের একমাসেই নববধূর হাতে স্বামীর হাড়হিম পরিণতি...

পুলিস সূত্রে খবর, মৃতের নাম মগন। অজয় নামেও পরিচিত ছিলেন। হরিয়ানার রোহতকের ডোব গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। গত বুধবার গ্রামেই একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মগনের কাছে একটি ভিডিয়ো এসেছিল। যে ভিডিয়োতে স্ত্রী দিব্যাকে অশ্লীলভাবে নাচতে দেখা যাচ্ছে। আর সেই নাচ রেকর্ড করছেন তাঁর প্রেমিক! ওই ভিডিয়োটি দেখার পরই মগন আত্মহত্যা করেন বলে অভিযোগ।

পরিবারের লোকেদের দাবি, ওই ভিডিয়োটি স্বামীকে পাঠিয়েছিলেন মগনের স্ত্রী দিব্য়াই। সুইসাইড নোট নয়, মৃত্যুর আগে একটি ভিডিয়োতে স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন ওই যুবক। বলেছেন, 'পুলিস অফিসার দীপকের সঙ্গে দিব্যার(স্ত্রী)সম্পর্ক আছে। ওরা দু'জনে মিলে আমার মানসিক অত্যাচার করেছে'। বস্তুত, নিজের বাবাকে খুন করে সম্পত্তি বিক্রির জন্য স্ত্রী ও প্রেমিক যে চাপ দিতেন, সেকথাও জানিয়ে গিয়েছেন মগন।

মগন আরও বক্তব্য, 'ওরা ওই টাকা দিয়ে মুম্বইয়ে ফ্ল্যাট কিনতে চেয়েছিল। কিন্তু আমি নিজে শেষ করে দিচ্ছি। কারণ, বাবাকে খুন করতে পারব না'। তাঁর দাবি, 'দীপকের প্রোমোশনের জন্য ৫ লক্ষ টাকা দরকার ছিল। গম বিক্রি করে দিব্য়াকে দেড় লক্ষ টাকা দিয়েছিলাম। ২০২৫ সালের ৯ জুন সোনার ব্রেসলেট বন্ধক দিয়ে আরও ২ লক্ষ টাকা দিয়েছিলাম। তারপরও আমার কাছ থেকে দেড় লক্ষ টাকা চেয়েছিল'।

মগনের আত্মীয়রা জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া মারফত্‍ আলাপ হয়েছিল মগন  ও দিব্যা। এরপর ২০১৯ সালে রেজিস্ট্রি করে বিয়ে করেন তাঁরা। মগনের পরিবারের লোক অবশ্য প্রথমে দিব্য়াকে মেনে নেননি। কিন্তু তাঁদের ছেলে হওয়ার পর সমস্যা মিটে যায়। আত্মীয়দের দাবি, দিব্যা চাকরি করে। তবে ঠিক কী কাজ করেন, তা মগনের পরিবারের লোকেরা কখনই জানাননি। কাজের অছিলায় প্রায় মগনের স্ত্রী প্রায়ই বাড়ি বাইরে থাকতেন বলে অভিযোগ। সেই সূত্রে দীপকের সঙ্গে আলাপ বলেই ধারনা আত্মীয়দের।

আরও পড়ুন:  Vaishno Devi Landslide: ভয়ংকর! বৈষ্ণোদেবীর পুণ্যভূমিতে বিপুল ধস, কাদাস্রোত...ভাঙল রেলট্র্যাক, বন্ধ উড়ান...এ কী চলছে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More