জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পারিবারিক অশান্তির মর্মান্তিক পরিণতি। পারিবারিক অশান্তির জেরে সন্তানদের বিষ খাইয়ে খুন করে নিজেও আত্মঘাতী হলেন এক বাবা (Haryana Man Poisons Children)। অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। মৃতের নাম মহম্মদ নিজাম। বয়স ৪০ বছর।
স্ত্রীর সঙ্গে অশান্তি
পুলিস সূত্রে জানা গিয়েছে, মহম্মদ নিজাম পেশায় একজন অটোচালক ছিলেন। তিনি তাঁর ১১ বছরের নাবালক ছেলে মহম্মদ দিলশাদ ও ১২ বছরের মেয়ে সায়মা পারভিনকে নিয়ে স্ত্রী খুশির সঙ্গে হরিয়ানার ফরিদাবাদের রোশন নগর কলোনিতে থাকতেন। নিজামের মদ্যপানের অভ্যাস ছিল। এই নিয়ে নিত্য তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া হত। মাস তিনেক আগে একদিন এরকমই ঝগড়ার পর খুশি ছেলে-মেয়েদের নিজামের কাছে রেখে বাড়ি ছেড়ে চলে যান।
কোল্ড ড্রিংকসের সঙ্গে বিষ
বাড়ি ছেড়ে গিয়ে বোনের সঙ্গে থাকতে শুরু করেন খুশি। এরপরই শনিবার রাতে এই পারিবারিক অশান্তির জেরে নিজাম ১১ বছরের ছেলে মহম্মদ দিলশাদ ও ১২ বছরের মেয়ে সায়মা পারভিনকে কোল্ড ড্রিংকসের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। তারপর নিজেও তা পান করেন। এর জেরে যখন তাদের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে, তখন প্রতিবেশীরা খবর পেয়ে এসে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানেই সায়মাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নিজাম ও ছেলে দিলশাদেরও মৃত্যু হয়।
স্ত্রীর দাবি
এই ঘটনায় স্ত্রী খুশি পুলিসের কাছে দাবি করেছেন যে, এ ঘটনা জানার পর তিনি ফিরে এসেছেন। তিনি আরও দাবি করেন যে, তিনি তাঁর সন্তানদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু নিজাম তা করতে দেননি। ইতিমধ্যেই এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)