জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হরিয়ানায় স্কুল প্রিন্সিপালকে ২ ছাত্রের খুন!
হানসির পুলিস সুপারিনটেনডেন্ট বলেছেন যে, অভিযুক্তরা অধ্যক্ষের উপর ক্ষুব্ধ হয়ে এই নৃশংস কাজ করেছে বলে জানা গিয়েছে। কর্তার মেমোরিয়াল স্কুলের দুই নাবালক ছাত্র রাগের বশে তাদের স্কুলের অধ্যক্ষকে ছুরিকাঘাতে হত্যা করেছে। স্কুলের নিয়মানুবর্তিতা মেনে চলা, চুল কেটে আসার মতো- স্বাভাবিক কিছু নির্দেশ জারি করেছিল। কর্তার মেমোরিয়াল স্কুলের দুই নাবালক ছাত্র রাগের বশে তাদের স্কুলের অধ্যক্ষকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
ঘটনার বিবরণ:
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, কুরুক্ষেত্রের পেহোয়া এলাকার ওই স্কুলের প্রিন্সিপাল ৫০ বছর বয়সী রাজীব কুমার মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে তার অফিসে কাজ করছিলেন। এ সময় স্কুলেরই দুই ক্লাস টেন-এর ছাত্র সেখানে প্রবেশ করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আঘাতের ফলে প্রিন্সিপাল ঘটনাস্থলেই মারা যান।
পুলিস প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যে, ছাত্ররা প্রিন্সিপালকে একাধিকবার ছুরিকাঘাত করে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেফতার ও তদন্ত:
পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ছাত্রদের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন) মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে, তারা জুভেনাইল জাস্টিস বোর্ডের (Juvenile Justice Board) সামনে হাজির করার জন্য হেফাজতে রয়েছে।
খুনের উদ্দেশ্য:
প্রাথমিক তদন্তে খুনের কারণ হিসেবে ব্যক্তিগত শত্রুতাকে অনুমান করা হচ্ছে। পুলিস জানিয়েছে, প্রিন্সিপাল রাজীব কুমার এর আগে ওই দুই ছাত্রকে চুল না কাটা এবং শৃঙ্খলা বজায় না রাখার জন্য প্রিন্সিপাল তিরস্কার করেছিলেন বা শাস্তি দিয়েছিলেন। আর তাতেই ক্ষেপে যায় স্কুলের দুই ছাত্র। আর এরপরই হরিয়ানার কুরুক্ষেত্রের একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপালকে দু'জন ছাত্র মিলে বারবার ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাত্ ৯ই জুলাই। এর জের ধরেই ক্ষোভের সৃষ্টি হয় এবং প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিস আরও তদন্ত করছে এবং ঘটনার পেছনের সম্পূর্ণ কারণ ও বিশদ বিবরণ জানার চেষ্টা করছে।
গ্রেফতার:
নাবালক ওই ছাত্রদুটিকে এখনও গ্রেফতার করা হয়নি। নিহত প্রিল্সিপালের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। এই ঘটনাটি স্থানীয় শিক্ষামহল এবং অভিভাবকদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)