ওয়েব ডেস্ক: ব্যাঙ্ককে পাচার হচ্ছিল হাওয়ালার টাকা। কিন্তু পাচার হয়ে যাওয়ার আগেই বিমানবন্দর থেকে তাই উদ্ধার করল কাস্টমস। স্পাইসজেটের SG-83 বিমানে ব্যাঙ্কক যাচ্ছিলেন দুই যাত্রী। তাঁদের একজন রাজস্থানের আলওয়ার থেকে এসেছেন। অন্যজন দিল্লির বাসিন্দা। X-Ray পরীক্ষার সময় দুজনের লাগেজে নগদ টাকার অস্তিত্ব ধরা পড়ে।
আরও পড়ুন প্রজাতন্ত্র দিবসের ড্রেস রিহার্সালে যানজটের ফাঁসে রাজধানী
এরপর একজনের ব্যাগ থেকে উদ্ধার হয়েছে নতুন নোটে ৩৪ লক্ষ টাকা। আর অন্যজনের ব্যাগে পাওয়া গেছে ২ লক্ষ ৯৪ হাজার টাকা। ধৃতেরা জানিয়েছে, এই টাকা তাদের নয়। ব্যাঙ্ককে এই টাকা পৌছে দেওয়ার জন্য তাদের নিয়োগ করা হয়েছিল।
আরও পড়ুন সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তার বিরুদ্ধেই এবার সিবিআই তদন্তের নির্দেশ