Home> দেশ
Advertisement

উত্তরভারতে কুয়াশার জেরে বদল করা হয়েছে বেশ কিছু ট্রেনের সময়সূচি

উত্তরভারতে কুয়াশার জের। থমকে বেশকিছু দূরপাল্লার ট্রেন। বেশ কিছু ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে।

উত্তরভারতে কুয়াশার জেরে বদল করা হয়েছে বেশ কিছু ট্রেনের সময়সূচি

ওয়েব ডেস্ক: উত্তরভারতে কুয়াশার জের। থমকে বেশকিছু দূরপাল্লার ট্রেন। বেশ কিছু ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে।

আরও পড়ুন জানেন রিলায়েন্স জিও-র ‘ওয়েলকাম অফার’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার অফার’-র মধ্যে তফাত্টা কোথায়?

২৪ ঘণ্টা দেরিতে চলছে ডাউন যোধপুর এক্সপ্রেস। ১২ ঘণ্টা দেরিতে চলছে রাজধানী এক্সপ্রেস, ১০ ঘণ্টা দেরিতে চলছে ডাউন কালকা মেল। ৭ ঘণ্টা দেরিতে চলছে অমৃতসর মেল। ৬ ঘণ্টা দেরিতে চলছে মিথিলা এক্সপ্রেস। ৭ ঘণ্টা দেরিতে চলছে কুম্ভ এক্সপ্রেস। সময়সূচি বদল হয়েছে পূর্বা এক্সপ্রেসের। সকাল ৮টা ৫ এর পরিবর্তে ট্রেন ছাড়বে বিকেল ৫টা ১০ এ। বাতিল করা হয়েছে আপ ও ডাউনের কাতিহার এক্সপ্রেস।

আরও পড়ুন আপনার চেনা বলিউড অ্যাকট্রেসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জাহির খান!

Read More