Home> দেশ
Advertisement

ফের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরীর জনজীবন

লাগাতার ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। মঙ্গলবার রাতভোর থেকেই অঝোরে বৃষ্টির জেরে প্রায় স্তব্ধ হয়ে গেছে ভারতের বাণিজ্য নগরীর যোগাযোগ ব্যবস্থা।

 ফের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত  বাণিজ্য নগরীর জনজীবন

মুম্বই: লাগাতার ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত মুম্বইয়ের জনজীবন। মঙ্গলবার রাতভোর থেকেই অঝোরে বৃষ্টির জেরে প্রায় স্তব্ধ হয়ে গেছে ভারতের বাণিজ্য নগরীর যোগাযোগ ব্যবস্থা।

ইতিমধ্যে বিভিন্ন স্কুল কলেজ গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু পালঘরেই সকাল ৭টা পর্যন্ত ৪৪৫ মিমি বৃষ্টি হয়েছে।

রাস্তাঘাটে যত্রতত্র জমে আছে জল। অবরুদ্ধ পালঘর-বইসার রোড।  

বিপর্যস্ত কোলবা থেকে সান্তাক্রুজ। পিটিআই সূত্রে খবর জল জমার ফলে বাতিল হয়ে গেছে পশ্চিম রেলওয়ের বেশ কিছু এক্সপ্রেস ট্রেন। বন্ধ করা হয়েছে কুরলা থেকে ছত্রপতি শিবাজী টার্মিনাস পর্যন্ত লোকাল ট্রেন। আন্ধেরির ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে জুড়ে ব্যপক যানজট।

এই বৃষ্টির মধ্যে আবার আগুন লেগে গেছে লিঙ্কিং রোডের কেএফসি রেস্তোরাঁয়।fallbacks

মধ্য রেলওয়ের চারটি শহরতলী স্টেশনেরই লাইন জলের তলায়। জলে ডুবে আছে শহরের বহু সাবওয়ে। নগরবাসীকে সাবওয়ে গুলি এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। ভারী বৃষ্টিতে বান্দ্রার সেন্ট্রাল রোডে একটি দেওয়াল ভেঙে পড়েছে। যদিও হতাহতের খবর নেই কোনও।

বৃষ্টিতে শহর জুড়ে বহু গাছ পড়ে অবরুদ্ধ পথ। জল জমে আছে হিন্দমাতা, কিংসার্কেল, ওয়াদলা, সিওন, মাতুঙ্গা, মহিল, কুরলা ও ধারাভিতে।

 

Read More