Home> দেশ
Advertisement

১০ জঙ্গির অনুপ্রবেশ গুজরাটে! নাশকতার আশঙ্কায় জারি কড়া সতর্কতা

জঙ্গি হামলার আশঙ্কায় গুজরাট জুড়ে জারি করা হল কড়া সতর্কতা। পাকিস্তান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার (NSA)-জানিয়েছে নাশকতার লক্ষ্যে গুজরাটে ১০ জঙ্গি ঢুকে পড়েছে।  শিবরাত্রি উপলক্ষে বিশাল জনসমাগমে আতঙ্ক ছড়াতেই পাক জঙ্গিরা এই টার্গেট নিয়েছে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।

১০ জঙ্গির অনুপ্রবেশ গুজরাটে! নাশকতার আশঙ্কায় জারি কড়া সতর্কতা

ওয়েব ডেস্ক : জঙ্গি হামলার আশঙ্কায় গুজরাট জুড়ে জারি করা হল কড়া সতর্কতা। পাকিস্তান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার (NSA)-জানিয়েছে নাশকতার লক্ষ্যে গুজরাটে ১০ জঙ্গি ঢুকে পড়েছে।  শিবরাত্রি উপলক্ষে বিশাল জনসমাগমে আতঙ্ক ছড়াতেই পাক জঙ্গিরা এই টার্গেট নিয়েছে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।

পাক গোয়েন্দা সূত্রে জঙ্গি অনুপ্রবেশের খবর আসার পরেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গুজরাটকে। গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। পরিস্থিতি মোকাবিলায় গুজরাটের সব জেলা পুলিস সুপারের সঙ্গে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন গুজরাট DG পি সি ঠাকুর। পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে গুজরাট মন্ত্রিসভাতেও।

কচ্ছ উপকূলে BSF-এর টহরদারি দল তিনটি পরিত্যক্ত পাক নৌকা খুঁজে পাওয়ার পরই জঙ্গি হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে রাজ্যজুড়ে।

Read More