জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন বারবার হিমাচল (Himachal) অচল? সম্প্রতি হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু (Chief Minister Sukhvinder Singh Sukhu) দেখা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে। সেখানেই তিনি হিমাচলে বারবার ক্লাউডবার্স্টের বিষয়টি নিয়ে গবেষণা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সত্যিই বেশ কয়েকদিন ধরেই ভয়ংকর অবস্থা চলছে হিমাচলে (Himachal Pradesh)। কুলুর বিধ্বংসী ক্লাউড বার্স্টের (Kullu Cloud Burst) পরে ধর্মশালায় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাড (Dharamshala Flash Floods) হয়েছে। ক্রমশ অগম্য হয়ে উঠেছে রাজ্যটি।
বিপর্যয়-সন্ধানী স্পেশাল টিম
অমিত শাহ তখনই নিশ্চিত করেছিলেন। সেটাই ঘটল। অমিত শাহের সঙ্গে হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সেই আলোচনার ফলশ্রুতিতেই এবার কাজে নেমে পড়ল স্পেশাল টিম। টিমটি আজ, বুধবার সিমলায় পৌঁছল। কেন বর্ষায় বারবার বিপর্যয় হিমাচলে? সেই প্রশ্নেরই উত্তর খুঁজবেন তাঁরা। পাঁচজনের এই সেন্ট্রাল টিমটির নেতৃত্বে আছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অ্যাডভাইসর কর্নেল কেপি সিং। তিনি এক সপ্তাহের মধ্যে অমিত শাহের অফিসে তাঁর রিপোর্ট জমা দেবেন।
ক্ষয়ক্ষতি কত?
এর সঙ্গে হিমাচলে এবার ভয়াবহ এই ক্লাইডবার্স্টগুলিতে কত ক্ষয়ক্ষতি হয়েছে, সেই হিসেব করার জন্যও অমিত শাহ একটি টিম পাঠাবেন বলে কথা দিয়েছিলেন তখনই। সেই কথাও রাখলেন। প্রাকৃতিক এই বিপর্যয়ে ক্ষয়ক্ষতি কত? সেই প্রশ্নেরই উত্তর খুঁজবেন তাঁরা। এই টিমটি মান্ডি পৌঁছেছে।
মাত্র ১৫ মিনিটেই শ্মশান জনপদ
মাত্র ১৫ মিনিটেই ভোলবদলে গিয়েছিল নদীর। আচমকা বিপুল জল নেমে এসেছিল নদীখাতে! কাছাকাছি ছোট্ট একটি জলবিদ্যুৎ কেন্দ্র ছিল। কয়েকজন কর্মী নিকটস্থ অঞ্চলেই থাকতেন। জলস্তর যখন বাড়তে থাকে তখনই সকলে আতঙ্কিত হয়ে পড়েন। ভয়াবহ জলস্রোত টেনে নিয়ে চলে যায় বেশ কয়েকজনকে। কত জন ভেসে গিয়েছেন? সংখ্যাটা এখনও পরিষ্কার নয়। দুজন মারা গিয়েছেন, তাঁদের শনাক্তও করা গিয়েছে।
কুলুতে কেলেঙ্কারি
এবারের ক্লাউডবার্স্টের মর্মান্তিক ঘটনা ঘটেছে হিমাচলের কুলুর সাইঞ্জ ভ্যালিতে। এই ক্লাউডবার্স্টের ঠিক পরেই সেখানে স্থানীয় এক নদীখাত-- জিভ নালায়-- ভয়ংকর স্রোত নেমে আসে। সঙ্গে সঙ্গে জারি হয় সতর্কতা। ভয়ংকর এই জলপ্রবাহের একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ঘুরছে। তাতে দেখা গিয়েছে, কী ভয়ংকর ভাবে বইছে জলধারা! দেখে আঁতকে উঠতে হয়! জল যখন ধেয়ে আসছিল, তখন সেই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করছিলেন স্থানীয় লোকজন। সমস্ত ঝোপঝাড়, গাছপালা জলের তোড়ে মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে এলোমেলো ভাবে ভেসে যাচ্ছিল। ঠিক সেই সময়েই স্থানীয় একটি নদীতে বন্যাও নেমেছিল। সব মিলিয়ে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)