জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমাচল প্রদেশের এক কলেজের গর্ভবতী এক অধ্যাপিকাকে তাঁর কয়েকজন ছাত্র তাঁকে একটি খাটিয়া চাপিয়ে (Students carry pregnant teachers) দীর্ঘ ১১ কিমি রাস্তা কাঁধে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দিলেন। তিনি ক্লাউডবার্স্ট বা হঠাৎ মেঘভাঙা বৃষ্টির (storm-battered Himalayan terrain) কারণে আটকে পড়েছিলেন। সেই প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে তাঁকে মুক্তি দেন তাঁর ছাত্রেরা। একজনের ঘটনা নয়, দুই অধ্যাপিকার ঘটনা এটি। তাঁরা দু'জনেই দুই শিশুর জন্ম দেন।
সাহস ও শৌর্য
ছাত্রদের এই সাহস ও শৌর্যের ছবিতে আপ্লুত সারা দেশ। এটাকে বলা হচ্ছে, 'এক্সট্রাঅর্ডিনারি ডিসপ্লে অফ কারেজ'! কলেজের অ-শিক্ষক কর্মী ও ছাত্রেরা তাঁদের দুই অধ্যাপিকার জন্য এক বিরল গোত্রের ঘটনা ঘটাল। হাত বাড়িয়ে দিল এক বিরল গোত্রের সহযোগিতার। ঘটনাটি ঘটেছে হিমাচলের মান্ডি জেলার থুনাগের কলেজ অফ হর্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রি প্রতিষ্ঠানে। গোটা উত্তরাঞ্চল ঝড়ে-জলে-বৃষ্টিতে-বন্যায় ভয়ংকর ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক জায়গার মানুষ আর এক জায়গায় যেতে পারছেন না। এই অবস্থায় অন্তঃসত্ত্বা শিক্ষিকারা বড় ধরনের বিপদে পড়ে যেতেন, যদি না, ছাত্রেরা এই গুরুদায়িত্ব পালন করার জন্য এগোতেন।
বিপন্ন দুই অধ্যাপিকা
ওই অঞ্চলটা বিপুল বৃষ্টিতে বিপর্যস্ত। রাস্তা ভেঙে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন। ১১৫টি বাড়ি ভেঙে পড়েছে। থুনাগে ইতিমধ্যেই ৫ মৃত্যু ঘটেছে। অন্তঃসত্ত্বা ড. নেহা ঠাকুর এবং ড. সরিতা তাঁদের 'ডেটে'র একেবারে মুখে চলে এসেছিলেন। অথচ সমস্তরকম মেডিক্যাল পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন তাঁরা। খুবই বিপন্ন হয়ে পড়েছিলেন তাঁরা। এমতাবস্থায় প্রায় ত্রাতার মতো এসে আবির্ভূত হন ওই ছাত্রেরা।
জলস্রোত, ল্য়ান্ডস্লাইড, ভাঙা রাস্তা পেরিয়ে
একটি খাটিয়া ব্যবহার করে ওই ছাত্রেরা একটি মেকশিফ্ট পালকি তৈরি করে ফেলেন। তাতেই তাঁরা তাঁদের শিক্ষিকাদের চাপান। এবং তারপর তাঁরা ১১ কিমি দুস্তর রাস্তা পাড়ি দিয়ে তাঁদের নিরাপদে সংশ্লিষ্ট মেডিক্যাল আউটলেটে পৌঁছে দিতে সক্ষম হন। নদীর বাড়তি জলের স্রোত, ল্য়ান্ডস্লাইড, ভাঙা রাস্তা পেরিয়ে তাঁরা থুনাগ থেকে হেঁটে যান বাগসিয়াদে।
৬৩ মৃত্যু
এখনই ২১টি মৃত্যু ঘটে গিয়েছ মান্ডিতে। কাংড়ায় ১৪ মৃত্যু। কুলু চাম্বা হামিরপুরে মারা গিয়েছেন যথাক্রমে ১০, ৯ ও ৮ জন। বৃষ্টির প্লাবনে প্রায় ধুয়েমুছে যাচ্ছে এই অঞ্চল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)