Home> দেশ
Advertisement

Government Clerk Scam: মাসের বেতন ১৫ হাজার, অথচ মালিক ৩০ কোটির! সামান্য সরকারি ক্লার্কের প্রতিপত্তিতে চক্ষু চড়কগাছ...

Karnataka: মাসের বেতন ১৫ হাজার টাকা, অথচ সেই সরকারি ক্লার্কের সম্পত্তি ৩০ কোটির। তদন্তে গিয়ে অভিযুক্ত ক্লার্কের বাড়ি থেকে উদ্ধার হয়- ২৪টি বাড়ি, ৪টি প্লট, এবং ৪০ একর কৃষিজমি, ৪টি গাড়ি, ৩৫০ গ্রাম সোনা, ১.৫ কেজি রূপো।

Government Clerk Scam: মাসের বেতন ১৫ হাজার, অথচ মালিক ৩০ কোটির! সামান্য সরকারি ক্লার্কের প্রতিপত্তিতে চক্ষু চড়কগাছ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামান্য সরকারি ক্লার্ক। মাসে বেতন ১৫ হাজার টাকা, সে নাকি ৩০ কোটির সম্পত্তির মালিক। এ কী করে সম্ভব? শুক্রবার কর্ণাটক লোকায়ুক্ত কর্মকর্তারা কর্ণাটক রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লিমিটেডের এক সাধারণ ক্লার্কের বাড়িতে হানা দেয়। তার বাড়ি থেকে ৩০ কোটি টাকার অঘোষিত সম্পত্তি উদ্ধার করেছেন পুলিস কর্মকর্তারা।

আরও পড়ুন:Migrant Worker Torture: হরিয়ানা, গুজরাতের পর এবার মহারাষ্ট্র! বাংলা বলার অপরাধে পুণেতে গ*লা কা*টা হল পরিযায়ীর...

অভিযুক্ত ক্লার্কের নাম কালাকাপ্পা নিডাগুন্ডি। তিনি কর্ণাটকের কপ্পাল জেলায় কর্মরত ছিলেন এবং তার মাসিক বেতন ছিল মাত্র ১৫,০০০ টাকা। তবুও তদন্তে জানা যায়, তার নামে রয়েছে- ২৪টি বাড়ি, ৪টি প্লট, এবং ৪০ একর কৃষিজমি। এখানেই শেষ নয়, অভিযুক্ত ক্লার্কের বাড়ি থেকে আরও উদ্ধার হয় ৪টি গাড়ি, ৩৫০ গ্রাম সোনা, ১.৫ কেজি রূপো।

এই বিপুল সম্পদের কোনও বৈধ ব্যাখ্যা না থাকায় তা অঘোষিত সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সম্পত্তিগুলি কালাকাপ্পা নিজের নামে, তার স্ত্রীর নামে ও তার স্ত্রীর ভাইয়ের নামে নিবন্ধিত করে রেখেছিল। 

তদন্তে আরও জানা গিয়েছে, কালাকাপ্পা ও এক প্রাক্তন KRIDL ইঞ্জিনিয়ার, জেডএম চিনচোলকার মিলিয়ে ৯৬টি অসমাপ্ত প্রকল্পের ভুয়ো নথি তৈরি করে প্রায় ৭২ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। এই ঘটনার তদন্ত এখনও চলছে, এবং আরও সম্পদের খোঁজ পাওয়া যেতে পারে বলে ধারণা করছে লোকায়ুক্ত দফতরের। 

আরও পড়ুন:Child Marriage: চরিত্রহীন চল্লিশ! প্রথম স্ত্রীকে পাশে নিয়েই ক্লাস এইটের কিশোরীকে বিয়ে করল 'শয়তান' শ্রীনিবাস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More